ফর্ম I আবেদনপত্র । নমুনা

শূন্য পদ পূরণের জন্য ছাড়পত্র প্রদান নমুনাপত্র।

প্রাপ্ত প্রস্তাবে শূন্যপদের সংখ্যায় কোনাে গরমিল থাকার কারণে কোনাে পদে অতিরিক্ত লােক নিয়ােগ পেলে সেক্ষেত্রে ভুল | তথ্য প্রদানকারী দায়ী থাকবেন। ছাড়পত্র আদেশ প্রাপ্তির পর জারিকৃত ছাড়পত্রের সত্যতা সম্পর্কে আবশ্যিকভাবে ভূমি। মন্ত্রণালয় মাঠ প্রশাসন-১ অধিশাখার সাথে যােগাযােগ করে সম্পূর্ণ নিশ্চিত হয়ে পদপূরণ করতে হবে; ছাড়পত্রের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে পদ পূরণ করার ফলে কোন জটিলতার সৃষ্টি হলে সেইক্ষেত্রে প্রস্তাব প্রেরণকারী দায়ী থাকবেন; 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয় 

মাঠ প্রশাসন-১ অধিশাখা 

www.minland.gov.bd

স্মারক নম্বর-৩১.০০.০০০০.০৪৬.১১.১৫৬.১২.৪৭১ তারিখ: – ২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ।

বিষয়: শূন্য পদ পূরণের জন্য ছাড়পত্র প্রদান।

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর স্মারক নম্বর-০৫.৪৪.৪৭০০.০৩১.১১.০১৫.২১.১৬১৯, তারিখ: ২০/০৯/২০২১

উপযুক্ত বিষয়ে সূত্ৰোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে খুলনা জেলার রাজস্ব প্রশাসনের অধীন উপজেলা ভূমি অফিসসমূহে নিমােক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়ােগের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নির্বাচনের মাধ্যমে পূরণের নিমিত্ত নিয়ােগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে নিমােক্ত শর্তসাপেক্ষে নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলাে:

দপ্তরের নামপদের নাম ও জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ীছাড়কৃত পদ সংখ্যা
জেলা প্রশাসকের কার্যালয়

খুলনা

সাটিফিকেট পেশকার, ৯৩০০-২২৪৯০০৪
সাটিফিকেট সহকারী, ৯৩০০-২২৪৯০০৬
ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, ৯৩০০-২২৪৯০১৪
নাজির কাম ক্যাশিয়ার, ৯৩০০-২২৪৯০০৫
মোট২৯

শর্তসমূহ:

(ক) উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোনাে রিট মামলা বিচারাধীন থাকে, কোনাে মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক | বিধি মােতাবেক শূন্যপদ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে;

খ) প্রাপ্ত প্রস্তাবে শূন্যপদের সংখ্যায় কোনাে গরমিল থাকার কারণে কোনাে পদে অতিরিক্ত লােক নিয়ােগ পেলে সেক্ষেত্রে ভুল | তথ্য প্রদানকারী দায়ী থাকবেন। ছাড়পত্র আদেশ প্রাপ্তির পর জারিকৃত ছাড়পত্রের সত্যতা সম্পর্কে আবশ্যিকভাবে ভূমি। মন্ত্রণালয় মাঠ প্রশাসন-১ অধিশাখার সাথে যােগাযােগ করে সম্পূর্ণ নিশ্চিত হয়ে পদপূরণ করতে হবে; ছাড়পত্রের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হয়ে পদ পূরণ করার ফলে কোন জটিলতার সৃষ্টি হলে সেইক্ষেত্রে প্রস্তাব প্রেরণকারী দায়ী থাকবেন;

(গ) অর্গানােগ্রাম ও পদসৃষ্টির আদেশে বর্ণিত পদনাম অনুযায়ী অনুমােদিত নিয়ােগবিধি অনুসরণপূর্বক প্রতি শ্রেণীর পদের বিপরীতে মঞ্জুরিকৃত পদসংখ্যার ভিত্তিতে পদপূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়ােগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;

(ঘ) পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নম্বর-সম(এসপি)-৫৮/৯৯-২১০(৫০), তারিখ-১০/০৫/৯৯, ০৫.১৬৬.

০২২.০০.০০.০৪৪.১৯৮৮-১৩৫৬(২৫০), তারিখ-২৪/১১/২০১০ এবং ০৫.০০.০০০০.১৬৬.২২.০০৩.২০.২২, তারিখ-১৯/০১/২০২১ অবশ্যই পালন/অনুসরণ করতে হবে; 

ঙ) ছাড়কৃত পদগুলি পূরণ করার ক্ষেত্রে প্রচলিত নিয়ােগবিধি, শূন্যপদ পূরণ সংক্রান্ত বিষয়ে সরকারের অপরাপর যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করতে হবে;

(চ) ছাড়কৃত পদসমূহ পূরণ করার ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত ১১/০৬/২০১৯ তারিখের ৩১.০০.০০০০, ০৪৬.৬৮.০১৭.১৬.৩৮৫ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুসরণ করতে হবে;

(ছ) ছাড়কৃত পদসমূহ পূরণ করার ১৫ দিনের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

(মােছাম্মৎ মমতাজ বেগম)।

উপসচিব

ফোন: ৯৫৪০১৭২ 

ই-মেইল: fa1@minland.gov.bd

শূন্য পদ পূরণের জন্য ছাড়পত্র প্রদান নমুনাপত্র: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *