সরকারি কর্মচারীদের সংযুক্তিতে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে বদলি করা হয়। ফলে তাদের বদলিকৃত কর্মস্থলে কাজে যোগদানপত্র লিখতে হয়। যোগদানপত্রের একটি নমুনা কপি থাকলে যোগদানপত্র লিখতে সুবিধে হয়। প্রেক্ষিতে এহেন পরিস্থিতে যোগদানপত্র নিচের ফরমেটে লিখতে হয়।
বরাবর
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
ঢাকা।
বিষয়ঃ কাজে যোগদান প্রসঙ্গে।
মহোদয় ,
সবিনয় নিবেদন এই যে, বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ০১/০৮/২০২২ খ্রিঃ তারিখের ১৫.৫৩.০০০০.০১০.১৯.০০২.১৯.১২২ নং অফিস আদেশে সংযুক্তিতে অত্র কেন্দ্রে একই পদে পদায়ন করা হয় (কপি সংযুক্ত)। কারিগরী কার্য, বাংলাদেশ বেতার, ঢাকার ০৭/০৮/২০২২ খ্রিঃ তারিখের ১৫.৫৩.০০০০.৩০১.১০.০০১.১৭.২২২ নম্বর অফিস আদেশে ০৭/০৮/২০২২ খ্রিঃ তারিখ অপরাহ্ন হতে অব্যহতি প্রদান করা হয়। প্রেক্ষিতে আমি ০৯/০৮/২০২২ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে অত্র দপ্তরে একই পদে কাজে যোগদান করিলাম।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার যোগদান পত্রখানা গ্রহণ করে কাজে যোগদানের অনুমতি দান করে বাধিত করবেন।
তারিখঃ ০৯/০৮/২০২২ খ্রিঃ
নিবেদক
মো: কবির আকন্দ
তত্ত্বাবধায়ক
বাংলাদেশ বেতার, ঢাকা।
সংযুক্তিতে বদলিতে কর্মস্থলে যোগদানপত্রের নমুনা: ডাউনলোড