সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সকল জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ রাখার নির্দেশনা ২০২২

“ভূমিসেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এমন স্লোগানে ভূমি সেবা পরিচালিত হচ্ছে। এখন অনলাইনেই আবেদন করা যায় অনেক সেবা পেতে। কিছু সেবার ক্ষেত্রে অনলাইন আবেদন ব্যতীত ম্যানুয়াল আবেদন গ্রহণের নিষেধাজ্ঞা জারি করেছে ভূমি সেবা কর্তৃপক্ষ ভূমি মন্ত্রণালয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

ভূমি মন্ত্রণালয়

ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল

বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 

www.minland.gov.bd

স্মারক নম্বর: ৩১.০০.০০০০.০৫৭.৩২.০১০.২০.৩৪২ তারিখ: ১৩ জুন ২০২২ খ্রিষ্টাব্দ

বিষয়: সকল জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ রাখা প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ের আলােকে জানানাে যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রেকর্ডরুম থেকে যেকোন ধরনের খতিয়ান এর স্বাক্ষরিত কপি বা মৌজাম্যাপ সংক্রান্ত যেকোন সেবার আবেদন গ্রহণ এখনও ডিজিটাল ল্যান্ড রেকর্ডস (www.land.gov.bd) সিস্টেমস ব্যতীত ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ডিজিটাল ল্যান্ড রেকর্ডস সিস্টেম (www.land.gov.bd) ব্যবহার করে নাগরিকগণ খতিয়ান বা মৌজাম্যাপ সংক্রান্ত যেকোন সেবার জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় তাদের পছন্দ অনুযায়ী সরাসরি অফিস কাউন্টার থেকে অথবা ডাকযােগে ডেলিভারি গ্রহণ করতে পারবেন। এছাড়াও পূর্ববর্তী নির্দেশনার আলােকে সার্ভিস চার্জ বা ডাকমাশুলসহ সকল প্রযােজ্য ফি অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারবেন। তাই জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমসংক্রান্ত সেবা গ্রহণ বা প্রদানে কোন ধরনের নগদ অর্থের লেনদেন করার প্রয়ােজন হবে না।

এমতাবস্থায়, রেকর্ডরূম থেকে যে কোন ধরনের খতিয়ান বা মৌজা ম্যাপসংক্রান্ত সেবার ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ রাখার জন্য অনুরােধ করা হলাে।

২। ইহা ৩ জুলাই ২০২২ থেকে কার্যকর হবে।

ড. মাে. জাহিদ হােসেন পনির,পিএএ

সেল-প্রধান (উপসচিব)

ফোন: +৮৮০২-৯৫৪৬৫৩৯

ই-মেইল: lsdmc@minland.gov.bd

সকল জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ রাখার নির্দেশনা ২০২২: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *