“১৯ (গ) প্রতিনিধি দলের প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং সশস্ত্র বাহিনীর সমপর্যায়/সমতুল্য পদবীর কর্মকর্তাগণ আপ্যায়ন ব্যয় বাবদ ৫০০ (পাঁচশত) মার্কিন ডলার এবং সরবরাহ ও সেবার অধীনে ব্যয় বাবদ ১৫০ (একশত পঞ্চাশ) মার্কিন ডলারের অধিক ব্যয়”।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ
নং-০৭.০০.০০০.১৫১.১২২.০০৩.১৫-২৩৯ ; তারিখ: ২২ ডিসেম্বর ২০১৯ খ্রি:
বিষয়: সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য আপ্যায়ন ব্যয় এবং সরবরাহ ও সেবার অধীনে অন্যান্য ব্যয় বাবদ আর্থিক প্রাপ্যতা নীতিমালা সংযোজনকরণ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রে প্রাপ্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ কর্তৃক বিগত ১৬/০৮/২০১৫ খ্রিষ্টাব্দে জারিকৃত “আর্থিক ক্ষমতা অর্পন” (অনুন্নয়ন ও উন্নয়ন) পুস্তিকায় উল্লেখিত অর্থ বিভাগের বিবেচনার জন্য প্রেরিতব্য বিষয়াবলীর তালিকা ১৯ (খ) ও ১৯ (গ) অনুচ্ছেদ নির্দেশক্রমে নিম্নরূপে সংশোধন করা হলো:
“১৯ (খ) বিদেশে সরকারি ভাবে ভ্রমণকালে প্রতিমন্ত্রী/ উপমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং অনুরূপ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ ৬০০ (ছয়শত) ডলারের অধিক ব্যয় এবং সরবরাহ সেবার অধীন ব্যয় বাবদ ২০০ (দুইশত) মার্কিন ডলারের অধিক ব্যয়”।
“১৯ (গ) প্রতিনিধি দলের প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব/ভারপ্রাপ্ত সচিব এবং সশস্ত্র বাহিনীর সমপর্যায়/সমতুল্য পদবীর কর্মকর্তাগণ আপ্যায়ন ব্যয় বাবদ ৫০০ (পাঁচশত) মার্কিন ডলার এবং সরবরাহ ও সেবার অধীনে ব্যয় বাবদ ১৫০ (একশত পঞ্চাশ) মার্কিন ডলারের অধিক ব্যয়”।
স্বাক্ষরিত
(ফয়েজ আহমেদ)
উপসচিব
ফোন: ৯৫৭৬০৩৬
সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য আপ্যায়ন ব্যয় এবং সরবরাহ ও সেবার অধীনে অন্যান্য ব্যয় বাবদ আর্থিক প্রাপ্যতা নীতিমালা সংযোজনকরণ সংক্রান্ত পরিপত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড