পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

ইউনিয়ন সমাজকর্মী পদের দায়িত্ব ও কর্তব্য পালন নির্দেশনা ২০২২

সমাজসেবা অধিদপ্তরের ১০/০৩/২০২২ খ্রি: তারিখের ৪১.০১.০০০০.০০৮.০৬.০০৩.১৬. ২১২ নম্বর স্মারকের মাধ্যমে সমাজসেবা অধিদফতরাধীন সমাজকর্মী (ইউনিয়ন/পৌর) পদের বিদ্যমান দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি নিম্নবর্ণিত দায়িত্ব ও কর্তব্যসমূহ যুক্ত হবে। সকল সমাজকর্মী (ইউনিয়ন/পৌর) পদের পদধারীকে বিদ্যমান দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি উল্লিখিত দায়িত্ব/ কর্তব্যসমূহ পালন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 

বিদ্যমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব ও কর্তব্য ২০২২

(ক) কেস ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় কেস ওয়ার্কার হিসেবে দায়িত্ব পালন;

(খ) প্রবেশন অফিসারের নির্দেশক্রমে শিশুর জবানবন্দী, সতর্কীকরণ ও মুক্তি প্রদানের সময় প্রযােজ্য ক্ষেত্রে/ স্থানে উপস্থিত থাকা;

(গ) আইনের সংস্পর্শে আসা/ সংঘাতে জড়িত শিশুদের ক্ষেত্রমত মুক্তি। জামিন/ খালাস প্রদানের বিষয়ে
প্রয়ােজনীয় সহায়তা প্রদান;

(ঘ) আটক বা গ্রেপ্তারের পর জামিন প্রদান, বিকল্পপন্থায় গ্রহণের ক্ষেত্রে প্রয়ােজনীয় সহায়তা প্রদান;

(ঙ) সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন;

(চ) রেফারেল এর মাধ্যমে শিশুদেরকে সেবা/ সুরক্ষামূলক কার্যক্রমের সাথে যুক্তকরণ;

(ছ) সুবিধাবঞ্চিত শিশু বিশেষকরে প্রতিষ্ঠান ও পথে অবস্থানরতদের পরিবারে পুনঃএকীকরণ পুনর্বাসনে
শিশু ও তার পরিবারকে সহায়তা;

(জ) শিশু সুরক্ষা কাজ টেকসইকরণে রিসাের্স ডিরেক্টরি হালনাগাদকরুপ ও যথার্থ ব্যবহার;

(ঝ) সিএইচএল- ১০৯৮ এর প্রচার এবং মােবাইল টিমকে সহায়ৰ্তা প্রদান;

একজন সমাজকর্মীর অতিরিক্ত কাজ ২০২২

সমাজ কর্মীর কাজ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে হবে

সমাজকর্মী পদের দায়িত্ব ও কর্তব্য পালন করার নির্দেশনা ২০২২ পরিপত্র: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *