সরকারি আবাসিক পরিদপ্তর কর্তৃক আবেদন গ্রহণ করেনি বিধায় অনলাইনে আবেদন করার জন্য এতদসঙ্গে সংযুক্ত করে কাগজপত্রাদি ফেরত প্রদান করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.mof.gov.bd
নং-১৫.০০.০০০০.০১৪.১৮.০০৬.১৭.১৫৮৭; তারিখ: ১২ অক্টোবার, ২০২০
বিষয়: বাসা বরাদ্দের আবেদন অগ্রায়ন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি আবাসিক পরিদপ্তর কর্তৃক আবেদন গ্রহণ করেনি বিধায় অনলাইনে আবেদন করার জন্য এতদসঙ্গে সংযুক্ত করে কাগজপত্রাদি ফেরত প্রদান করা হলো।
(মোহাম্মদ গোলাম আজম)
উপসচিব
ফোন: ৯৫৪৫০৮২
সরকারি আবাসন পরিদপ্তরে অনলাইন ছাড়া আবেদন নয়: ডাউনলোড