সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের প্রথম চাকরিতে যোগদানের সময় স্থাবর/ অস্থাবর সম্পত্তির বিবরণী কর্মস্থলে জমা দিতে হয়। সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯
এক্ষেত্রে এটি জমা নেয়ার প্রধান কারণ হচ্ছে সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ১৩(১) বিধিতে বলা আছে যে, কোন সরকারি কর্মচারী তার নতুন সম্পত্তি ক্রয়ে সরকারি অনুমতি গ্রহণ করবে এবং তার ক্রয়কৃত অর্থের বৈধতা দাখিল করবেন। চাকরি কালে কোন সম্পদ বৃদ্ধি হলে তা যেন জবাবদিহিতার আওতায় আনতে পারে, সে জন্য তার পৈতৃক ভাবে প্রাপ্ত ও তার নিজস্ব সম্পদের হিসাব প্রদান করতে হয়।
প্রথমত, গেজেটেড কর্মকর্তা হলে তার পরিচিতি নম্বর প্রদান করতে হবে, পদবী, চাকরিতে যোগদানের তারিখ, কৃষি, অকৃষি সম্পদের হিসাব, অলংকারাদি, স্টকস, শেয়ার, বীমা বিনিয়োগ ও অন্যান্য তথ্য প্রদান করতে হয়।
সরকারি কর্মচারীদের স্থাবর/ অস্থাবর সম্পত্তির বিবরণী: ডাউনলোড