বাংলাদেশ বেতার সরকারি সংস্থা হিসেবে ২৪ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার হয়ে থাকে- ৩টি রোস্টার ডিউটিতে কার্যক্রম অনুষ্ঠিত হয় – সরকারি ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার ভাতা
বাংলাদেশ বেতার কি সরকারি? – হ্যাঁ। বাংলাদেশ বেতার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল। এই অঞ্চলে বাংলাদেশ ঢাকাতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে। প্রথম দিকে কেন্দ্রটি পুরনো ঢাকায় নাজিমুদ্দিন রোডে একটি ভাড়া করা বাড়িতে (বর্তমানে যেটি শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ) যাত্রা শুরু করে। প্রথম নামকরণ করা হয় “ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র”। পরবর্তীতে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়।রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তান স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়।
যা চট্টগ্রাম বন্দরে নোঙ্গররত একটি জাপানী জাহাজ থেকে শোনা গিয়েছিল এবং তা পুনসম্প্রচার করা হয়েছিল। যুদ্ধের সময় এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত ছিল। ভারী গোলা বর্ষণের কারণে বেতারকেন্দ্রটি কয়েকবার স্থানান্তর করা হয়েছিল।শেষে ২৫শে মে তারিখে কলকাতাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখান থেকে যুদ্ধের বাকি সময় পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হতো। ডিসেম্বর ৬ তারিখে বেতারকেন্দ্রটিকে বাংলাদেশ বেতার নাম দেওয়া হয়।
বেতারের আঞ্চলিক কেন্দ্র কয়টি? ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার ঢাকার ক, খ ও গ চ্যানেল এবং এফ.এম-এর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি ১২টি আঞ্চলিক কেন্দ্র নিয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বহির্বিশ্বে কার্যক্রম বাংলার পাশাপাশি সার্কভূক্ত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য ৫(পাঁচ)টি বিদেশি ভাষায় অনুষ্ঠান নির্মাণ করে। এছাড়া ঢাকা ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে এ.এমের পাশাপাশি এফ.এমের নিজস্ব অনুষ্ঠান প্রচার করে।এফ.এম অনুষ্ঠানের পাশাপাশি বর্তমানে বিবিসি বাংলা, ডয়চে ভেলে, রেডিও চায়না ও এনএইচকে-এর অনুষ্ঠানও সম্প্রচার করে।
ওভারটাইম বরাদ্দ দেয়া দপ্তরগুলোর জন্য সংশ্লিষ্ট দপ্তর বা অর্থমন্ত্রণালয় আলাদা বা পৃথক আদেশ বা অর্ডার জারি করে থাকে / অফিসিয়াল ৯-৫টা ডিউটি তারাও কি অধিকাল ভাতা পায়?
হ্যাঁ। ১৯৯২ সালের অর্ডার মোতাবেক এখন থেকে সকল কেন্দ্র/ইউনিট প্রধানগণ তাদেঁর হাতে ন্যস্ত অধিকাল ভাতা বাবদ প্রদত্ত বাজেটের দিকে লক্ষ্য রেখে জরুরী দরকারী কাজের প্রয়োজনে দপ্তর সময় বর্হিভূত অধিক কার্য সম্পাদন এবং নিয়ামনূগ ভাতা প্রদান করতে পারবেন। এ বাবদ প্রদত্ত বাজেট কোন ক্রমেই অতিক্রম করা যাবে না।
Caption: Overtime order Download pdf
অধিকাল ভাতার বিধান । অধিকাল ভাতা প্রদানের ক্ষেত্রে ড্রাইভারদের কি আলাদা অর্ডার আছে? হ্যাঁ। পরিবহন পুলের অর্ডার প্রযোজ্য
- সরকারী মটর চালকগণ সরকারী কাজে অধিকাল কর্তব্য নিয়োজিত থাকলে বিধি মোতাবেক অধিকাল ভাতা পাবেন। এক্ষেত্রে লগবই প্রদর্শিকা হিসাবে বিবেচিত হবে।
- নির্দেশ মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগের জারীকৃত আদেশ নং সিডি/টিআর/১এম-৩৭৫-৭৬, তারিখ ২২-৪-৭৭ ইং এবং অত্র বিভাগের আদেশ নং ইডি/টিআর১/এম-৩/৭৫(অংশ)-১৯৫, তারিখ ১২-৭-৭৯ইং এর আংশিক পরিবর্তন করিয়া জানাইতেছি যে:- ক) সকল সরকারী অফিস সমূহের ড্রাইভারদিগকে ঘন্টা প্রতি মূল বেতনের সমান হারে রবিবার ও সরকারী ছুটির দিন সহ মাসিক সর্বোচ্চ ২৫০ ঘন্টা হিসাবে অধিকাল ভাতা প্রদান করা যাইবে।
- খ) প্রতি ঘন্টা খাটুনীর লগ বইবে লিপিবন্ধ প্রকৃত সময়ের উপর ভিত্তি করিয়া হিসাব করিতে হইবে।
- গ) নূতন হারে অধিকাল ভাতার জন্য অতিরিক্ত ব্যয় ১৯৭৯-৮০ সালের মঞ্জুরীকৃত বাজেট বরাদ্দ হইতে মিটাইতে হইবে। এই বাবদ কোন অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হইবে না। প্রয়োজনবোধে অন্য খাত হইতে ব্যয় সংকোচন করিয়া এই অতিরিক্ত ব্যয় মিটাইতে হইবে।
- ঘ) অধিকাল ভাতার এই নতুন হার ১-৩-১৯৮০ ইং তারিখ হইতে কার্য্যকরী হইবে।
দাপ্তরিক কর্মচারীদের কত ঘন্টা পর্যন্ত দেয়া যাবে?
বেতার কেন্দ্র/ইউনিট প্রধানগণ প্রয়োজন বোধে সর্বাধিক মাসিক ৬০ (ষাট) ঘন্টা অধিকাল কাজ করার অনুমতি ও ভাতা মঞ্জুরী প্রদান করতে পারবেন। এই সকল কর্মকান্ড অবশ্যই প্রদত্ত বাজেটের মধ্যে সীমাবদ্ধ রাখিতে হইবে। আঞ্চলিক পরিচালকগণ কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলীদের সাথে প্রকৌশল শাখার কর্মচারীদের ডিউটি সম্পর্কে আলোচনা পূর্বক তাদের অধিকাল ভাতা প্রদানের ব্যবস্থা নেবেন।