ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

Sonali Bank Personal Loan 2024 । সোনালী ব্যাংক হতে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ গ্রহণ করা যায়?

সোনালী ব্যাংকের ২০ লক্ষ টাকা ঋণের মেয়াদ সর্বোচ্চ ৮ (আট) বছর বা চাকুরির মেয়াদকাল (পিআরএলসহ) পর্যন্ত হতে পারবে। ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ঋণের পরিমাণ এমণ ভাবে নির্ধারণ করতে হবে যাতে ঋণের মাসিক কিস্তির পরিমাণ ঋণ গ্রহীতার মাসিক নীট বেতনের বেশী না হয়। ২০ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে ৮ বছরে মেয়াদে মাসিক কিস্তি আসবে ২৯,৩০০ টাকা। যদি ১ লক্ষ টাকা ৮ বছর মেয়াদে ঋণ নেয়া হয় তবে মাসিক কিস্তি আসবে ১৪৬৫ টাকা মাত্র।

 

সােনালী ব্যাংক লিমিটেড

প্রধান কার্যালয়, মতিঝিল ঢাকা-১০০০, তারিখ: ১০/০২/ ২০২২

প্রধান কার্যালয়ের সকল ডিভিশন/স্টাফ কলেজ/সকল প্রিন্সিপাল অফিস এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজানানেজার সকল আঞ্চলিক কার্যালয়(সকল ট্রেনিং ইনস্টিটিউট/সকল শাখা। সােনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশ।

বিষয়: পার্সোনাল লােনের মেয়াদ বৃদ্ধিকরণসহ কতিপয় শর্ত সংশােধন প্রসঙ্গে। 

উপযুক্ত বিষয়ে পার্সোনাল লােনের নীতিমালা প্রসঙ্গে এ ডিভিশন থেকে জারিকৃত গত ১৯ অক্টোবর ২০১৫ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-১৩ (সাধারণ ঋণ বিভাগ পরিপত্র নম্বর-৩১), ২০ এপ্রিল ২০১৬ তারিখে প্রধান কার্যালয় পরিপত্ৰ নং-৬ (সাধারণ ঋণ বিভাগ পরিপত্র ন নম্বর ৩৬), ২৪ জুন ২০১৬ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর ৮৭৫ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পরিপত্র নম্বর-৪৭), ২০ সেপ্টেম্বর ২০১৮ তাৰিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-৮৯২ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পরিপত্র নম্বর-৪৮), ২৮ জানুয়ারি ২০১১ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-০২ (জেনারেল এডভান্স ডিভিশন পরিপত্র নম্বর-৫৯) এবং ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখের প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-৩৭ (জেনারেল এ্যাডভান্সেস ডিভিশন পৱিপত্র নম্বর-১৪) এ প্রতি সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করা হলো।

২.০০: এক্ষণে, ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৪তম সভায় এনং ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৯ম সভায় ব্যাংকের বিদ্যমান পার্সোনাল লােনের অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে নিয়ে বর্ণিত মাসিক কিস্তি বিবেচনায় ঋণের মেয়াদকাল, ঋণ মঞ্জুরি ক্ষমতা, ঋণ প্রাপ্তির যােগ্যতা ইত্যাদি নিমােক্তভাবে অনুমােদিত হয়েছে যা যথাক্রমে ০৪ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৫তম সভায় এবং ০৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৬০তন সভায় নিশ্চিত করা হয়েছে:

সোনালী ব্যাংক ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ২০২২

২০ বছরের জন্য ঋণ ২০২২

৩.০০: পার্সোনাল লোনের মেয়াদ ০৮ বছরে উন্নীত হওয়ায় বিদ্যমান ৯.০০% সুদ হারে মাসিক কিস্তির পরিমান হবে নিম্নরূপ:

ঋণের মেয়াদ ৮ বছর ২০২২

উল্লেখ্য সুদের হার পরিবর্তন হলে কিস্তির পরিমানও পরিবর্তন হবে। এছাড়া উপরোক্ত হারে কিস্তি পরিশোধ করার পর অবশিষ্ট পাওনা থাকলে তা শেষ কিস্তির সাথে পরিশোধ করতে হবে।

৪.০০: এমতাবস্থা, উপরােক্ত সংশােধনী মােতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলাে।

৫.০০: এতদবিষয়ে কোন ব্যাখ্যার প্রয়ােজন হলে প্রধান কার্যালয়ের জেনারেল এ্যাডভান্সেস ডিভিশনের সাথে যোগাযােগ করার জন্যও অনুরােধ করা হলাে।

আপনাদের বিশ্বস্ত,

(মোঃ মাহতাব হােসেন) 

ডেপুটি জেনারেল ম্যানেজার

(মােঃরুন নবী ) 

জেনারেল ম্যানেজার

যৌথ স্বাক্ষরের পরিপত্র।

সোনালী ব্যাংক ২০ লক্ষ টাকা ৮ বছর মেয়াদ পার্সোনাল লোন পরিপত্র : ডাউনলোড

বি:দ্র: পূর্বে ০৮ বছর মেয়াদী ঋণ প্রদান করলেও বর্তমানে তা ৫ বছর মেয়াদী করা হয়েছে।

সরকারি কর্মচারীর ৪ লক্ষ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ নেয়ার পদ্ধতি।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

106 thoughts on “Sonali Bank Personal Loan 2024 । সোনালী ব্যাংক হতে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ গ্রহণ করা যায়?

  • নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।

  • Another bank loan interest 7%.5 years ar Janno.aponar bank interest bashi.

  • you are right but Sonali Bank is trusted and flexible for government service holder.

  • আমার লোন লাগবে

  • নিকটস্থ বাঞ্চে যোগাযোগ করুন।

  • আমার বাড়ি বিজয়নগর, ব্রাহ্মনবাড়িয়া। চাকরি বুড়িশ্বর ইউনিয়ন ভূমি অফিস,নাসিরনগর।আমার বেতন হয়,সোনালী ব্যাংক, মাধবপুর, হবিগঞ্জ শাখায় কারন আমার বাড়ি হইতে ব্যাংক ২মিনিটের দুরত্বে।অর্ধেক ঘর করে ফেলে রেখেছি।মাধবপুর শাখায় personal loan এর জন্য গেলে ব্যাবস্থাপক মহোদয় বলেন যেহেতু আপনার বাড়ি বিজয়নগর, সেখান থেকে লোন নিতে হবে।কিন্তু সবাই বলছে বেতন যে ব্যাংক থেকে হয় সেখান থেকেই লোন নিতে হবে।প্রকৃত নিয়ম কি বেতন যে ব্যাংক থেকে হয় সেখান থেকে নাকি বাড়ি যেখানে সেই ব্যাংক থেকে লোনের আবেদন করতে হয়?জানতে পারলে উপকৃত হব।

  • আপনি যে কোন ব্যাংক থেকেই লোন নিতে পারেন। তবে যেহেতু স্থান বা বাড়ি ভিজিট করার প্রয়োজনীয়তা রয়েছে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • আমি কমিউনিটি ক্লিনিকে চাকুরী করি। আমি ৪ বছর মেয়াদে ৫লাখ টাকা পার্সোনাল লোন নিয়েছি। আমি কি ৮বছর মেয়াদি লোন পেতে পারি

  • আমি কমিউনিটি ক্লিনিকে চাকুরী করি। আমি ৪ বছর মেয়াদে ৫লাখ টাকা পার্সোনাল লোন নিয়েছি। আমি কি ৮বছর মেয়াদি লোন পেতে পারি?

  • ঐটা শোধ করে নিতে হবে। এটাই নিয়ম।

  • মেয়াদ বৃদ্ধি করে পুন: নির্ধারণ করার আবেদন করতে পারেন।

  • অন্য ব্যাংকে লোন থাকলে সোনালি ব্যাংকের মাধ্যমে টেক ওভার করা যায় না???

  • সাম্প্রতিক সময়ে কোন কোন সোনালী ব্যাংক শাখা গ্রান্টারের স্বাক্ষরিত ফাঁকা চেকের পাতা জমা নিচ্ছেন। ইতিপূর্বে শুধু ঋনগৃহিতার নেওয়া হতো। বিষয়টি স্পষ্ট করার অনুরোধ করছি। খন্দকার এইচ আর হাবিব দিনাজপুর

  • ব্যাংক কর্তৃপক্ষ ঋণ নিরাপত্তার জন্য এটি করছে। নিরাপত্তা ব্যবসায় ব্যাংক এ সব ব্যবস্থা নিতে পারে।

  • অবশ্যই যায়।

  • আমি সরকারী চাকরি করি আমি ২০২১ সালে পাঁচ মেয়াদে ছয় লক্ষ টাকা নিয়েছি এখন কি সেটা আট বছর মেয়াদ করা যাবে

  • আমি পাঁচ বছর মেয়াদে ছয় লক্ষ টাকা নিয়েছি এখন কি সেটা আট বছর মেয়াদে করা যাবে

  • আলোচনা করে দেখতে পারেন।

  • পারবেন। বাঞ্চে যোগাযোগ করুন।

  • আমি বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীতে সৈনিক পদে চাকরিরত আছি, আমার বেতন ভাতাদি সব সোনালী ব্যাংকে হয়।অতএব,আমিকি কোন প্রকার লোন সুবিধা পেতে পারি।প্লিজ একটু জানাবেন।

  • অবশ্যই পেতে পারেন। ৯% ইন্টারেস্টে ব্যক্তিগত লোন পাবেন।

  • লোনের আপডেট ফ্রমগুলো কি পাওয়া যাবে?এখন নতুন করে নাকি CBI তদন্তের পর লোন অনুমোদন হয়।এক্ষেত্রে গ্রাহকের কোনো বিধিনিষেধ আছে কিনা?

  • জি সিবিআই রিপোর্টের ভিত্তিতেই লোন পাশ হয়। ফরম সোনালী ব্যাংক হতে সংগ্রহ করুন।

  • আমি কারখানাতে চাকরি করি, আমি কি লোন নিতে পারবো

  • 15000 এর উপরে মাসিক আয় থাকলে পাইবেন।

  • আমি দুবাইতে চাকরি করি আমার মাসিক বেতন আনুমানিক এক লক্ষ টাকা আমার গ্ৰামে বিল্ডিং বাড়ী আছে। প্রতি মাসে 30.থেকে 45. হাজার টাকা কিস্তি দিতে পারবো । লোন পেতে হলে কি কি কাগজপত্র লাগবে । জানালে খুশি হবো ।

  • I stay in Dubai , working in a Dubai private Hospital , I have account in sonali bank . Am I eligible to get personal Loan.

  • আপনি যদি পরিবারের জন্য নিয়মিত অর্থ প্রেরণ করেন তবে আপনার পরিবার আপনার পক্ষে আবেদন করতে পারবে।

  • আমি একটা পারসোনাল লোন নিতে চাই।
    আমার মোবাইল নম্বর ০১৩১৯৫১৭৪৮৫

  • স্থানীয় সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।

  • গত ২৩ ফেব্রুয়ারী ২০২২ তারিখে পার্বতীপুরের হুগলি পাড়া সোনালী ব্যাংক শাখায় ঋনের জন্য ফাইল জমা দিয়েছি অদ্য ২২ এপ্রিল পর্যন্ত অনুমোদন আসেনি। ব্যাংক ম্যানেজার জানান আপনার ফাইল প্রোসেসিং দেখাচ্ছে। আর কত দিন অপেক্ষা করতে হবে? খন্দকার এইচ আর হাবিব দিনাজপুর।

  • ভাই তদবীর ছাড়া এখন লোন পাওয়াও সময় সাপেক্ষ ব্যাপার। অপেক্ষা করুন হবে ইনশাল্লাহ

  • Amar name palash danajpur jela fulbari thana Ami akta parsonal lon nete chay pashay Ami akjon bijnij man
    01736734169

  • Amar name palash danajpur jela fulbari thana Ami akta parsonal lon nete chay pashay Ami akjon bijnij man
    01736734169

  • Amar name palash ame parsonal lon nete chay

  • নিকটস্থ সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন অনুগ্রহ করে।

  • নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন। ইনশাল্লাহ লোন পেয়ে যাবেন।

  • আমি একটি প্রাইভেট কোম্পানির জব করি মাসিক বেতন পাই 20000টাকা আমি কি পাঁচ লক্ষ টাকা লোন পাবো চার পাঁচ বছর জন্য

  • হ্যাঁ। পারেন। অনুগ্রহ করে নিকটস্থ সোনালী ব্যাংক ব্রাঞ্চে যোগযোগ করুন।

  • আমার বাবা ২ ভাই প্রবাসী মাসে ৩ জন ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার মতো পাঠায়। আমার মা কি ২০/২৫ লাখ টাকার জন্য আবেদন করতে পারবে। plz aktu janaben

  • আমি সরকারী চাকরী করি কি লোন নিতে পারি,, এবং আমার বাসা এক যায়গায় থাকি অন্য যায়গায় সেই ক্ষেত্রে আমি কেতাই থেকে লোন নিতে পারব

  • হ্যাঁ। পারবেন। নিকটস্থ সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • আমার ২ তলা বারি আছে,, বারি ভারা ৭০-৭৫ হাজার,,, আমি কি ২০ লাখ টাকা লন পেতে পারি,,,৮ বছরের জন্য,,,,,র প্রথমে কি ২০ লাখ টাকা লন দেন আপনারা,,,,

  • Sirr amar bari vara 70_75 hajar,, ami 20 lakh taka 8 bochorer jonno nite chai,,, ami nite perbo,,,,,, plzzz janaben

  • দেয়। নিকটস্থ সোনালী ব্যাংক ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • যে প্রতিষ্ঠানে চাকরি করা হয় জামিনদাতা কি সেই প্রতিষ্ঠানের হতে হবে। নাকি অন্য প্রতিষ্ঠানের হলেও হবে?

  • অন্য প্রতিষ্ঠানের হলেও হবে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর বা সম্মতি লাগবে। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানের হলেই ভাল হয়।

  • আমি একজন স্টুডেন্ট, পড়ালেখার পাশাপাশি নিজস্ব জমিতে পাথর উত্তোলনের জন্য ২০ লক্ষ্য টাকা ৬মাস মেয়াদি পারসোনাল লোন নিতে চাই.. লোন কি পাবো?

  • আপনি যদি ইনকাম সোর্স দেখাতে পারেন তবে অবশ্যই ব্যাংক লোন দিবে। ব্যাংক রিস্ক ম্যানেজমেন্ট করে লোন দেয়।

  • আপনি যদি ইনকাম সোর্স দেখাতে পারেন তবে অবশ্যই ব্যাংক লোন দিবে। ব্যাংক

  • আমি সোদী আরোব থাকি আমার মাসিক বেতন ৪০০০০ হাজার টাকা আমি কি লোন তুলতে পারবো আমার জমির দলীল আছে

  • আমার একটা ইলেট্রিক দোকান আছে ও পান বরজ আছে আমার মাসে ৩৫-৪০ হাজার টাকা ইনকাম আমি কি লোন পাবো,যদি দেন তাহলে মেসেস বা ফোন দিয়েন

  • অনুগ্রহ করে নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

  • পারবেন নিকটস্থ ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

  • আমি সরকারি চাকুরি করি প্রায় ৫ বছর যাবত বাহিনীতে,বেতন আসে ট্রাস্ট ব্যাংকে। আমি কি ৩ লক্ষ টাকা ৫ বছরের জন্য লোন নিতে পারবো?

  • ট্রাস্ট ব্যাংক থেকে ব্যক্তিগত লোন নিতে পারবেন। চাকরি স্থায়ীকরণ সম্পন্ন হতে হবে।

  • গরুর খামার দেব ৬ লক্ষ টাকা দশ বছর মেয়াদ

  • নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।

  • আমি বাড়ী বানাইতে চাই লোন নিয়ে আমি কি আমার ঘরটা টিক করতে চাই লোন নিয়ে মেঘ তুফান আর সামনে দিয়া তাই আমি চাই আমার বাড়ীটা বানাতে লোন নিয়ে আমার রুপালী ব্যাংক একাউন্ট আছে সময় মত টাকা কিস্তি দিব আমি

  • আমার ৯লাক বা ১০লাক হলে আমার বাড়ী বানানো সম্ভব হবে আমি পাকা দিয়া বানাতে চাই আর সব কিছু পাকা তাকবে উপর ডালাই করে নিব ২৫বছর বা ২০বছর মেয়াদ হলে হবে

  • অনুগ্রহ করে ব্যাংকে যোগাযোগ করুন। পেতে পারেন ঋণ।

  • রুপালী ব্যাংকে একই পরিকল্প নাই।

  • আমি একজন দিনমজুর। আমি মাসে ১৫০০০ টাকা ইনকাম করি। আমি কি ৫লক্ষ টাকা ৫বছরের জন্য ঋণ নিতে পারব?

  • না। যা মাসিক কিস্তি দিবেন তার দ্বিগুন আয় থাকতে হবে।

  • আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি এখন আমি ৬ লক্ষ টাকা লোন নিতে চাই আমি কী লোন পেতে পারি

  • ব্যাংক হিসাবে ঢোকা বেতনকে ২ দিয়ে ভাগ দিয়ে যা আসে তা মাসিক কিস্তি হিসেবে ঋণ নির্ধারণ করা হয়। আপনি লোন পাবেন।

  • আমি আর্মি তে জব করি আমার মূল বেতন ৩২০০০ হাজার আর বেসিক ১৮০০০ সামথিং। আমি ১২০০০০ লাখ টাকা ০৮ বসর মেয়েদি লোন নিতে চাই। আমি কি লোন নিতে পারবো।

  • এখন ৫ বছর মেয়াদী লোন হয়।

  • আমি বাংলাদেশ পুলিশ এর চাকুরি করি কিন্তু আমার জরুরি প্রয়োজনে 300000/- (তিন লক্ষ) টাকা লোন এর বিশেষ প্রযোজন আমি কি লোন পাব জানাবেন দয়া করে।

  • সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন। পাবেন আশা করছি।

  • মোঃআজীম
    আমারদশলাখটাকালোনলাগবে
    এরজন্যকিকিলাগবে

  • ঋণ পরিশোধ ক্ষমতার প্রমানক সহ অন্যান্য ডকুমেন্ট।

  • ২০২২ সালে ৮বছর মেয়াদি personal loan প্রদান করা হলেও হঠাৎ করে তা পরিবর্তন করে পুনরায় ৫ বছর মেয়াদি করা হয়। এতে অনেক সরকারি কর্মচারী বিপাকে পড়ে যায়।
    সোনালী ব্যাংক কর্তৃপক্ষের নিকট আমার কিছু প্রস্তাবনা:
    ০১। যেহেতু সরকারি কর্মচারীদের ঋণ খেলাপি হওয়ার কোনো সুযোগ নেই, সেহেতু সরকারি কর্মচারীদের জন্য আরও সহজ শর্তে ঋণ বিতরণ করা।
    ০২। সরকারি কর্মচারীদের চাকুরীর অবশিষ্ট বয়সসীমা বিবেচনা পূর্বক ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি করে অন্তত ১০/১৫ বছর মেয়াদি ঋণ বিতরণ করা যাতে মাসিক কিস্তির পরিমাণ সহনীয় পর্যায়ে থাকে।
    ০৩। ঋণের পরিমাণ আরো বাড়ানো যাতে ৩য়/ ৪র্থ শ্রেণীর কর্মচারীরা উক্ত ঋণের অর্থ আবাসন কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে বিনিয়োগ করতে পারে।
    ০৪। ঋণের সুদ হার কমিয়ে আনা।
    ০৫। চক্রবৃদ্ধি সুদের পরিবর্তে সরল সুদে ঋণ বিতরণ করা।
    আশা করি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আমরা যারা ৩য়/৪র্থ শ্রেণীর কর্মচারী আছি, তাদের কথা বিবেচনায় রেখে উক্ত প্রস্তাবনা সমূহ সদয় বিবেচনা করবেন।

  • সকল ব্যাংকের জন্য ৫ বছর মেয়াদী নির্দেশনা জারি করা ছিল বাংলাদেশ ব্যাংক কর্তৃক। বাংলাদেশ ব্যাংকের বিনা অনুমতিতে ৮ বছর করে সোনালী ব্যাংক। তাদের ভুলের জন্যই এখন ভোক্তারা দুভোর্গ পোহাচ্ছে।

  • Ami Ekta ngo job Kori masik beton 20000tk
    Ami ki 5 lakh tk 5 bosor meyed loan Pete pari..ki ki documents lagbe

  • আসসালামু আলাইকুম আমি নৌবাহিনীতে কর্মরত, আমি ৬ লক্ষ্য টাকা লোন নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার করনীয় কি?

  • অনুগ্রহ করে সোনালী ব্যাংকে যোগাযোগ করুন।

  • ভাইয়া আসসালামুয়ালাইকুম,

    আশা করি আপনি অনেক ভাল আছেন।

    ভাইয়া আমার গ্রামের বাড়িতে দুই দশমিক পাঁচ কাটা (২.৫) জায়গা আছে, আমিন আমাকে বলল, আমি ওইখানে সর্বমোট 25 টা দোকান করতে পারব, ২০ ফুট বাই 12 ফুট মেজারমেন্টে এবং ভাড়া বাবদ প্রতি মাসে ৬০০০ টাকা নিতে পারব, এ আড়াই (২.৫) কাটার পাশেই আমার আরেকটা মার্কেট আছে যেখান থেকে প্রতিমাসেই ৬০০০ টাকা ভাড়া নেয়া হয়।

    আমার জায়গার ভ্যালু কাঁটা প্রতি ৩৫ লক্ষ টাকা, অতয়েব সর্বমোট আমার জায়গার ভ্যালু দাঁড়ায়‌ ৮০ লক্ষ টাকা, আমি যদি আমার জমির দলিল ব্যাংকে মর্গেজ রেখে ৫০ লক্ষ টাকা লোনের জন্য এপ্লাই করি, তাহলে আমি কি ৫০ লক্ষ টাকা পেতে পারি। দয়া করে আমাকে কি বলবেন কত বছরের জন্য এই লোনটা আমার জন্য নেওয়া ঠিক হবে।

    ধন্যবাদ আপনাকে আপনার এই পাবলিক সার্ভিসের জন্য, যার ফলশ্রুতিতে লক্ষ লক্ষ মানুষ প্রোপার ইনফরমেশন পাচ্ছে, এই সেবামূলক কাজের জন্য আপনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ, দোয়া এবং শুভেচ্ছা রইল।

    বিনীত নিবেদন
    মোঃ আরাফাত জামাত

  • লোন পাবেন। ৮ বছরের জন্য নিন। সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  • ব্যাংকে আমার ডিপিএস করা আছে ২ লক্ষ টাকা জমা দেওয়া আছে, আমি কি লোন নিতে পারবো

  • ডিপিএস এর ৯০% পর্যন্ত সহজ শর্তে লোন পাওয়া যায়।

  • Very nice 👍

  • লোন পরিশোধের সময়কাল ৮- ১০ বছর করা উচিত।

  • সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তো বাড়ানো হয়েছে।

  • আমার মালামাল পরিবহন ব্যবসা। আমি কি লোন পেতে পারি

  • হ্যাঁ। সোনালী ব্যাংক এমন লোন দেয়।

  • স্যার আমার প্রবাসে ব্যাবসা প্রতিষ্ঠান আছে,আমি আরো ব্যাবসা বাড়ানো ক্ষেত্রে কি লোন পাবো।

  • প্রবাসের সোনালী ব্যাংক শাখা থেকে নিতে পারবেন। যোগাযোগ করুন।

  • সরকারি চাকুরী স্থায়ী হয় নাই।প্রভিডেন্ট ফান্ডও করা হয় নাই।।বেতন সোনালী ব্যাংকে হয়।এক্ষেত্রে কি লোন পাওয়া যাবে?

  • জিপিএফ খুলুন। জিপিএফ ছাড়া লোন দেয় না। স্থায়ী না হলেও চলে শুধু স্থায়ী পদে চাকুরি হলেই হবে।

  • ৪লাখ টাকা লোন নিতে জিপিএফ এর ব্যালেন্স কত থাকতে হবে

  • এটি নির্ভর করে ব্যাংকের উপর ৫০ হাজার থাকলেও হয়।

  • নিকটস্থ ব্যাংক এ গেলে বলে এই রকম কোনো লোন নাকি এভেইলেবল না।

  • এই মুহুর্তে ঋণ কার্যক্রম সীমিত।

  • আমার এমপিও হয়েছে চার মাস আমি কি লোন তুলতে পারব

  • আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি আমার বেতন সোনালি ব্যাংক থেকে হয়| আমি কি এ ব্যাংক থেকে হাউজ ঋণ নিতে পারব যদি পারি তাহলে কি কি কাগজ লাগবে এবং কত বছর মেয়াদি এ ঋণ দিয়ে থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *