বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতা পুন:নির্ধারণ ২০১৭

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৫০০/- (পাঁচশত) টাকা থেকে নিম্নবর্ণিত শর্তে ৩,০০০/- (তিন হাজার) টাকায় পুন:নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ অধিশাখা

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৫১.১৫.৬৫; তারিখ: ২০/০৬/২০১৭ খ্রি:

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতার হার পুন:নির্ধারণ।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০.০০৬.২৫.০০১.১৭.৫৭; তারিখ: ০৬/০২/২০১৭ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা বিদ্যমান ৫০০/- (পাঁচশত) টাকা থেকে নিম্নবর্ণিত শর্তে ৩,০০০/- (তিন হাজার) টাকায় পুন:নির্ধারণে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো:

শর্তাবলী:

ক) এ বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সকল আনুষ্ঠানিকতা পরিপালনপূর্বক যথানিয়মে সরকারি আদেশ (জিও) জারি করে ৪ (চার) কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগে প্রেরণ করতে হবে;

খ) সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারগনের মধ্যে যে সব অফিসার নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহ প্রমাপ অনুযায়ী পরিদর্শনে সমর্থ হবেন, তারা মাসিক ৩,০০০/- (তিন হাজার) টাকা হারে ভ্রমণ ভাতা প্রাপ্ত হবেন;

গ) প্রমাপ অনুযায়ী পরিদর্শনে ব্যর্থ হলে হারাহারি হারে মাসিক ভ্রমণ ভাতা কম প্রাপ্ত হবেন;

ঘ) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রমাপ অর্জন সম্পর্কিত প্রত্যায়ন পত্র প্রদান করবে, যা বিলের সাথে দাখিল করতে হবে;

ঙ) বিদ্যালয় পরির্দনের জন্য উক্ত ভ্রমণ ভাতা ভিন্ন অন্য কোন ভাতা প্রাপ্ত হবেন না;

চ) ছুটিকালীন উক্ত ভ্রমণ ভাতার প্রাপ্যতা অর্জিত হবে না;

ছ) আদেশ জারির তারিখ থেকে পুননির্ধারিত ভ্রমণ ভাতার হার কার্যকর হবে; এবং

জ) নিজস্ব Resource Ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহন করতে হবে; অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

 

(মো: গোলাম মোস্তফা)

উপসচিব

ফোন: ৯৫১৪৪৮৭

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারদের ভ্রমণ ভাতার হার পুন:নির্ধারণ: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *