কি কারনে সাময়িক বরখাস্ত হয়? – সরকারি চাকরি আইন ২০১৮ পরিপন্থী কোন কাজ করলে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত শেষে নির্দোষ প্রমানিত হলে সমস্ত বেতন ভাতাদি পূর্ণ হারে প্রদান করতে হয়। তাই সরকারি আর্থিক ক্ষতি হলেও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

হাইকোর্ট ডিভিশন এর রিটপটিশন নং৩৬৫৭/২০১৫ এর রায়ে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষককে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত রাখা হলে তিনি বেতন ও অন্যান্য ভাতা সমুদয় প্রাপ্য হবেন। সরকারি চাকরি থেকে বরখাস্ত । বরখাস্ত কালীন সময়ে অর্ধগড় বেতনসহ বাড়ি ভাড়াও প্রাপ্যতা

সাময়িক বরখাস্তের অর্থ হইতেছে কোন কর্মচারীকে সাময়িকভাবে কিছুদিনের জন্য সরকারী কার্য সম্পাদনে, দায়িত্ব পালনে, সরকারী ক্ষমতা প্রয়ােগে বিরত রাখা এবং কতিপয় সরকারী সুবিধা প্রাপ্তির অধিকার হইতে বঞ্চিত রাখা। সাময়িক বরখাস্ত বেতন ভাতাদি প্রাপ্যতা । সাময়িক বরখাস্তকালীন প্রাপ্যও ও অপ্রাপ্যতা ২০২২

পিআরএল এর পূর্বে সাময়িক বরখাস্তাদের নিষ্পিত্ত নির্দেশনা রয়েছে / সাময়িক বরখাস্তের কি নির্ধারিত মেয়াদ রয়েছে।

সাময়িক বরখাস্ত নিষ্পিত্তির নির্ধারিত কোন মেয়াদ নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত নিষ্পত্তি করার কর এ আদেশ জারি করা হয়েছে।

সাময়িক বরখাস্তের মেয়াদ । শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে ৬০ দিনের বেশি সাময়িক বরখাস্ত না রাখার নির্দেশনা ২০২২

Caption: Dismisal Deadline Announcement

সাময়িক বরখাস্ত হলে কি কি সুবিধা পাওয়া যায় না?

  1. ভ্রমণ ভাতা
  2. যাতায়াত ভাতা
  3. বাসায় টেলিফোন সুবিধা
  4. বাসায় অর্ডারলির সুবিধা
  5. বাসায় পত্রিকার সুবিধা
  6. অপ্যায়ন ভাতা বা আপ্যায়ন খরচ

সাময়িক বরখাস্তকালীন প্রাপ্য সুবিধাদি কি কি?

বরখাস্ত কালীন কোন বেতন বৃদ্ধি হবে না– বাংলাদেশ সার্ভিস রুলস্, প্রথম খণ্ডের বিধি-৭১ এবং ফান্ডামেন্টার রুলস্ এর রুল-৫৩(বি) বিধির অধীনে মূল বেতনের অর্ধ হারে খােরাকী ভাতা প্রাপ্য। সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত হারে পূর্ণ বাড়ীভাড়া ভাতা প্রাপ্য। সাময়িক বরখাস্তের পর্বের হারে বাড়ী ভাড়া প্রদানের ভিত্তিতে সরু বাসভবনে বসবাস করিতে পারিবেন। সাময়িক বরখাস্তের পূর্বে উত্তোলিত হারে পূর্ণ চিকিৎসা ভাতা প্রাপ্য। সাময়িক বরখাস্তের পূর্বে প্রাপ্য মহার্ঘ ভাতার অর্ধেক প্রাপ্য।