ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছামত কিছু লেখা যাবে না – শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা শিক্ষকদের ভেবেচিন্তে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে হবে– সামাজিক যোগাযোগ মাধ্যম আইন ২০২২
রাষ্ট্রবিরোধী বা সাম্প্রদায়িক দাঙ্গা বা উস্কানিমূলক লেখা নয়– সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনাে পােস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলােড়, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে; জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনাে সার্ভিস/পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনাে পােস্ট দেয়া হতে বিরত থাকতে হবে; লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনাে তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না; জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনােভাব সৃষ্টি করতে পারে এমন কোনাে বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না; ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার হতে বিরত থাকতে হবে; অন্য কোনাে রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনাে পােস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলােড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ প্রণয়ন করা হয়। উল্লিখিত নির্দেশিকায় সামাজিক যােগাযােগ মাধ্যমে দাপ্তরিক এবং ব্যক্তিগত একাউন্ট তৈরি করা এবং এতে পরিহারযােগ্য বিষয়াদির উল্লেখ রয়েছে।
এরূপ নির্দেশনার আলােকে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/ সংস্থার গণকর্মচারীগণকে সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহ অনুসরণ করার জন্য অনুরােধ করা হয়েছে: (ক) সামাজিক যােগাযােগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনাে পােস্ট, ছবি, অডিও বা
ভিডিও আপলােড়, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে; জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনাে রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে; কোনাে সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনাে তথ্যউপাত্ত প্রকাশ করা যাবে না।
কোন পোস্টে লাইক দিচ্ছেন তাও মনিটরিং করা হচ্ছে / ইন্টিলিজেন্ট টিম আপনার তথ্য প্রচার ও লাইকে নজড় রাখছে তাই সতর্ক থাকুন।
জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনােভাব সৃষ্টি করতে পারে এমন কোনাে বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না; ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার হতে বিরত থাকতে হবে।
সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০২২ । যে সকল বিষয় মাথায় রেখে পোস্ট করতে হবে
- সামাজিক যােগাযােগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনাে পােস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলােড়, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে;
- জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনাে রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে;
- কোনাে সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনাে তথ্যউপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনাে পােস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলােড়, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে;
- জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনাে সার্ভিস/পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনাে পােস্ট দেয়া হতে বিরত থাকতে হবে; লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনাে তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না;
- জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনােভাব সৃষ্টি করতে পারে এমন কোনাে বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না;
- ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার হতে বিরত থাকতে হবে; অন্য কোনাে রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনাে পােস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলােড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
পরিনাম কি হতে পারে?
সরকার বিরোধী লেখা, ছবি , ভিডিও পোস্ট করলে আপনি বিভাগীয় মামলার সম্মুখীন হতে পারেন। তাই লেখালেখি বা কোন রকম মন্তব্য বা পোস্ট শেয়ার করার পূর্বে অবশ্যই দু’বার ভাবুন অন্যথায় চাকরি চলে যেতে পারে। কোন পোস্ট লাইক দিচ্ছেন বা কোন পোস্টে কমেন্ট করছেন তা সরকারি কমিটি প্রতিনিয়ত মনিটরিং করছে। তাই ফেসবুক, ইউটিউব বা টুইটারে কিছু লিখার আগে বা পোস্ট বা কমেন্ট বা শেয়ার করার আগে ভাল করে দেখে শুণে ও বুঝে পদক্ষেপ নিবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম আইন ২০২২ । মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত: ডাউনলোড