সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগে কর্মরত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১১ থেকে ২০ নং গ্রেড ভূক্ত কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন জারীর তারিখ হতে নিম্ন বর্ণিত মূল বেতনের ৩০% হারে ঝুকিঁ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
একই নম্বর ও তারিখের স্থালাভিষিক্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-৩ অধিশাখা
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৭৩.৪৪.০১৮.১৪.১০২; তারিখ: ২৩/১০/২০১৭
প্রজ্ঞাপন
সরকার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগে কর্মরত জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১১ থেকে ২০ নং গ্রেড ভূক্ত কর্মচারীদের জন্য এ প্রজ্ঞাপন জারীর তারিখ হতে নিম্ন বর্ণিত মূল বেতনের ৩০% হারে ঝুকিঁ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে:
শর্তাবলী:
ক) সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগে কর্মরত কর্মচারীগণের ক্ষেত্রে এ ভাতা প্রযোজ্য হবে;
খ) সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগের সাংগঠনিক কাঠামোর বাইরের কোন কর্মচারী এ ভাতা পাবে না;
খ) সুন্দরবণ পূর্ব ও পশ্চিম বন বিভাগের সাংগঠনিক কাঠামোর বাইরের কোন কর্মচারী এ ভাতা পাবে না;
গ) ৩০/০৬/২০১৫ খ্রি: তারিখে আহরিত / প্রাপ্ত বেতনের ভিত্তিতে এ ভাতা প্রাপ্য হবে; এবং
ঘ) ০১-০৭-২০১৫ খ্রি: তারিখের পরে নিয়োগকৃত, পদোন্নতিপ্রাপ্ত এবং উচ্চতর গ্রেড প্রাপ্ত কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল ২০০৯ এর অনুরূপ মূল স্কেলের ভিত্তিতে ৩০% হারে ভাতা প্রাপ্য হবে;
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(মো: গোলাম মোস্তফা)
উপসচিব
ফোন: ৯৫১৪৪৮৭
সুন্দরবন ঝুঁকি ভাতা প্রজ্ঞাপন ২০১৭ : ডাউনলোড