এসিআর । সার্ভিস বুক । স্মারকলিপি

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ব্যতীত এসিআর গ্রহণযোগ্য নয়।

প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তাদের বিলম্বে প্রেরিত বার্ষিক গোপনীয় অনুবেদনে এবং আংশিক অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকে না অথচ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ব্যতিরেকে কোন অনুবেদন গ্রহণযোগ্য নয়। সরকার বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে পর্যালোচনা করতঃ নিম্ন লিখিত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। খন্ডকালীন আংশিক অনুবেদনের ক্ষেত্রে কেবলমাত্র বৎসরের শেষ প্রান্তের অংশে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকিলেই চলিবে। বৎসরের শেষ প্রান্তের অংশ ব্যাতীত বাকী অংশ/অংশগুলির অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হইবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
শাখাঃ সিআর/সিপি-৩।

নং-সম(সিআর/সিপি-৩)-৮/৯১(অংশ-১)-৩০(৭০০) তারিখঃ ৩০-৫-৯১ ইং/ ১৫-২-১৩৯৮ বাং

বিষয়ঃ প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত।

ইদানিং প্রায়ই লক্ষ করা যাইতেছে যে, প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তাদের বিলম্বে প্রেরিত বার্ষিক গোপনীয় অনুবেদনে এবং আংশিক অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকে না অথচ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ব্যতিরেকে কোন অনুবেদন গ্রহণযোগ্য নয়। সরকার বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে পর্যালোচনা করতঃ নিম্ন লিখিত সিদ্ধান- গ্রহণ করিয়াছেনঃ


(১) বার্ষিক গোপনীয় অনুবেদন কোন কারণে বকেয়া পড়িলেও উহাতে অবশ্যই কর্মকর্তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকিতে হইবে।


(২) খন্ডকালীন আংশিক অনুবেদনের ক্ষেত্রে কেবলমাত্র বৎসরের শেষ প্রান্তের অংশে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থাকিলেই চলিবে। বৎসরের শেষ প্রান্তের অংশ ব্যাতীত বাকী অংশ/অংশগুলির অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হইবে না।


(৩) খন্ডকালীন/আংশিক অনুবেদন বকেয়া পড়িলে সেক্ষেত্রেও ২নং সিদ্ধান্ত বলবৎ হইবে।


৩। উপরোক্ত সিদ্ধান-সমূহ অনতিবিলম্বে বাস-বায়ন করার জন্য প্রয়োজনীয় পরামর্শ/নির্দেশ দিতে সকল মন্ত্রণালয়/বিভাগ ও তাহাদের অধিনস’ সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিধিবদ্ধ সংস্থা এবং সংযুক্ত অফিসকে নির্দেশ মোতাবেক অনুরোধ জ্ঞাপন করা যাইতেছে।

সৈয়দ আবদুর রশিদ
উপ-সচিব (সিআর/সিপি)

সরকারি কর্মচারীদের মধ্যে যারা প্রশাসন শাখা বা হিসাব শাখায় কাজ করেন তারাই কেবল চাকরি সম্পর্কিত বিধি বিধানগুলো সম্পর্কে ভাল ধারণা রাখেন। অবশিষ্ট ৮০% কর্মকর্তা/ কর্মচারীই সরকারি চাকরির বিধানাবলী, বাংলাদেশ সার্ভিস রুলস, হালনাগাদ পেনশন রুলস, ভ্রমণ বিধি ও প্রাপ্যতা , উৎসব ভাতার প্রাপ্যতা, সরকারি কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা বা চিকিৎসা শেষে ব্যয় উত্তোলন, বিভিন্ন ভাতাদির প্রাপ্যতা, বিভিন্ন ধরনের অগ্রিম সুবিধা গ্রহণ, নিয়োগ ও বদলি নীতিমালা, বিভিন্ন ধরনের ছুটি কিভাবে নিতে হয়, বাসা বরাদ্দ বা বাড়ি ভাড়া প্রাপ্যতা, শিক্ষা সহায়ক ভাতা বা রেশন সুবিধা ইত্যাদি সর্ম্পকে ভাল ধারনা রাখেন না। এই ওয়েবসাইটটিতে উপরোক্ত বিষয়গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে। সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ কর্মচারী যাতে সহজেই ব্যাপার গুলো বুঝতে পারে এবং যদি কোন বিধি বুঝতে সমস্যা হয় তা নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি কোন বিধি বা নীতিমালা বুঝতে অসমর্থ হয় তবে আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ,

কিছু কর্মকর্তা/ কর্মচারীদের কাছে সরকারি চাকরির বিধি বিধানের কিছু বইও হয়তো সংগ্রহে আছে কিন্তু তা মূলত সংগ্রহেই মাত্র বের করে পড়ার সময় বা সুযোগ নেই। কারও সময় বা সুযোগ থাকলেও বের করে পড়া পর্যন্ত হয় না। আবার দেখা যায় যে, অসংখ্য বইয়ের মধ্যে একটি সামারি বই চাকরির বিধানাবলীই শুধুমাত্র সংগ্রহ রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত অসংখ্য বই রয়েছে যেগুলো আবার প্রতি বছরই আপডেট হয়ে থাকে আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকেন তবে আপনি সকল আপডেট তথ্যই পেয়ে যাবেন। ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।