নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের বদলীর নীতিমালা, ২০২০

কাজের প্রকৃতি, পরিমাণ ও গুরুত্ব বিবেচনায় সিজিএ, সিএএফও, ডিসিএ, ডিএএফও এবং ইউএও কার্যালয়সমূহকে নিম্নোক্ত ক্যাটাগরিতে (ক,খ,গ এবং ঘ) শ্রেণী বিন্যাস করা হয়েছে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.cga.gov.bd

নং-০৭.০৩.০০০.০০২.৬৪.২৮৮.২০.৬৭৫; ২৪/০৮/২০২০

 বদলীর নীতিমালা

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন হিসাবরক্ষণ কার্যালয়সমূহে কর্মরত নন-গেজেটেড কর্মচারীগণের বদলী/ পদস্থাপনের ক্ষেত্রে নিম্নরূপ নীতিমালা অনুসরণ করতে হবে;

১। কাজের প্রকৃতি, পরিমাণ ও গুরুত্ব বিবেচনায় সিজিএ, সিএএফও, ডিসিএ, ডিএএফও এবং ইউএও কার্যালয়সমূহকে নিম্নোক্ত ক্যাটাগরিতে (ক,খ,গ এবং ঘ) শ্রেণী বিন্যাস করা হয়েছে।

২। বছরে দুবার বদলী /পদস্থাপন করা হবে।

৩। কোন এক অফিসে এক মেয়াদী ৩ বছর কর্মরত থাকার সাধারণ নীতিমালা অনুসরণ করা যেতে পারে।

৪। “গ ও ঘ” শ্রেণীভূক্ত কার্যালয়ে পদায়নের ক্ষেত্রে “ক” ও “খ” শ্রেণীভূক্ত কার্যালয়ে আবশ্যিকভাবে ০৩ বছর পদায়িত থাকতে হবে।

০৫। একই দপ্তরে সমগ্র চাকুরিকালে ০১ মেয়াদের অধিক কর্মরত থাকতে পারবেন না।

বিস্তারিত জানতে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের বদলীর নীতিমালা, ২০২০ দেখুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *