গত ১৯-০২-২০২০ খ্রি: তারিখের সিএজি/জিবি-১/বিবিধ নথি/১৮৯৯/৩০ নম্বর অফিস আদেশের মাধ্যমে অডিট ভবন থেকে জনগণ ও বিভিন্ন দপ্তরকে অনুরোধ করা হয়েছে যে, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন সকল অফিস প্রধানদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, তাঁর নিজ এবং অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের যে কোন প্রকার শিষ্ঠাচার বর্হিভূত ও অনৈতিক কার্যক্রম সংক্রান্ত বিষয় সিএজি মহোদয়কে গোপনে লিখিতভাবে অবহিত করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানানো হয়েছে।
সিএজি মহোদয়ের অধীনস্ত কোন কর্মকর্তার অনৈতিক ও শিষ্টাচার বর্হিভূত কার্যক্রম লিখিতভাবে অবহিতকরণে অনুরোধ সংক্রান্ত পত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
হিসাব রক্ষণ অফিসের ওপেন সিক্রেটটি আমরা সবাই জানি। আপনার পদক্ষেপটি তো আপনি গ্রহণ করুন।