জুন ক্লোজিং’২৩ ও ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বেতন ভাতাদি প্রদানের নিমিত্ত ১০, ১৭ ও ২৪ জুন’২৩ (শনিবার) সিজিএ কার্যালয় ও এর আওতাধীন অফিসসমূহ খোলা রাখা হবে-এজি অফিস বন্ধের দিন খোলা
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস (সকল), ডিসিএ অফিস (সকল), ডিএএফও (সকল) ও ইউএও (সকল) অফিসসমূহে ২০২২-২০২৩ অর্থ বছরের জুন ক্লোজিং (June Pre) ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে জুন/২০২৩ মাসের বেতন ভাতাদি, উৎসব ভাতা, অন্যান্য বিল এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের জুন/২০২৩ মাসের অবসর ভাতা ও উৎসব ভাতা প্রদানের নিমিত্ত আগামী ১০ জুন, ২০২৩ (শনিবার), ১৭ জুন, ২০২৩ (শনিবার) ও ২৪ জুন, ২০২৩ (শনিবার) তারিখে অফিস খোলা রাখার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হয়েছে।
হিসাবরক্ষণ অফিস কার্যক্রম চালু রাখার নির্দেশনা: ডাউনলোড