সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২২ । মাত্র ৫০ হাজার টাকা সঞ্চয়পত্রে মাসে ৪৮০ টাকা

ক্ষুদ্র বিনিয়োগ থেকে বৃহৎ বিনিয়োগ করুন – মধ্যবিত্ত পরিবারের জন্য ক্ষুদ্র বিনিয়োগ হতে বড় বিনিয়োগ সৃষ্টি করতে হয় – পরিবার সঞ্চয়পত্র

অল্প টাকা কোথায় বিনিয়োগ করবেন? –পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ। এ হার অবশ্য ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষে মুনাফার হার ১০ দশমিক ৫ শতাংশ। আর ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষে মুনাফা সাড়ে ৯ শতাংশ। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ১৫ লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার হ্রাস হয়নি।

মাত্র ৫০ হাজার টাকা যা আপনি হয়তো ড্রয়ারে বা সেভিংস একাউন্টে ফেলে রেখেছেন তাতে কিন্তু অর্থের মূল্য হ্রাস পেয়ে তা কমে যাচ্ছে। আপনি যদি নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্রে এটি রেখে দেন তাহলে বৃহৎ বিনিয়োগের হারে মুনাফা পাওয়া যাইবে। আপনি একজন পুরুষ হলে আপনার নামে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ৫০ হাজার টাকায় ক্রয় করতে পারবেন না। পরিবারের মহিলা সদস্যের নামে পরিবার সঞ্চয়পত্র সঞ্চয়পত্র কিনতে পারবেন।

সর্বনিম্ন মূল্যমান ১০,০০০ টাকা; ২০,০০০ টাকা; ৫০,০০০ টাকা; ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা; ৫,০০,০০০ টাকা এবং ১০,০০,০০০ টাকা পর্যন্ত একক মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা মূল্যের পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায়। ক্ষুদ্র বিনিয়োগ হলেও প্রতিমাসে আপনি আপনার ব্যাংক হিসাবে মুনাফা পেয়ে যাবেন এবং ২ লক্ষ টাকা পর্যন্ত টিআইএন সার্টিফিকেট লাগবে না।

পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার কত? / পরিবারের নামে কি সঞ্চয়পত্র ক্রয় করতে হবে?

যদি আপনার সঞ্চয়পত্র ১০ হাজার টাকা থাকে তবুও আপনি তা বিনিয়োগ করতে পারবেন।

৫০ হাজার টাকা সঞ্চয়পত্রে মাসে ৪৮০ টাকা

Caption: Paribar Sangchaypatro Interest Rate 2022 / পরিবার সঞ্চয়পত্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সৃষ্টি হয়েছে। 

পরিবার সঞ্চয়পত্রে মেয়াদান্তে মুনাফার হার ১১.৫২% শতাংশ ২০২২

পরিবার সঞ্চয়পত্রে মুনাফার হার ২০২২

পরিবার সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজপত্র লাগে??

যা লাগবে – পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফরম, MICR (এনালগ নয়, ডিজিটাল চেকবুক) চেকের মাধ্যমে বিনিয়ােগের টাকা পরিশােধের ক্ষেত্রে (০১ লক্ষ টাকার বেশি হলে), ক্রেতার ০২(দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি, ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, নমিনীর ০২(দুই) কপি পাসপাের্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ক্রেতার ই-টিনআইএন সার্টিফিকেটের ফটোকপি (০৫ লক্ষ টাকার উপরে হলে), আয়কর রিটার্ণ দাখিলের রশিদ (৫ লক্ষ টাকার উপরের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে)।

বি:দ্র: ১১.৫২ হারে মুনাফা পেতে হলে অবশ্যই ৫ বছররের জন্য বিনিয়োগ করতে হবে তা ক্ষুদ্র বিনিয়োগ হলেও তবে চাইলেও আপনি যে কোন সময় ভাঙ্গতে বা নগদায়ণ করতে পারবেন।

পরিবার সঞ্চয়পত্র কিনতে কি কি লাগে?

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “পরিবার সঞ্চয়পত্রের সুদের হার ২০২২ । মাত্র ৫০ হাজার টাকা সঞ্চয়পত্রে মাসে ৪৮০ টাকা

  • পেনসন সঞ্চয় পত্রের সর্বচ্চো সীমা কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *