আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

সরকারি কোষাগারে টাকা ফেরত ২০২৪ । অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন

অতিরিক্ত গ্রহীত অর্থ কোন কোডে ফেরত দিবো এটা নিয়ে দ্বিধা দন্ডে পড়ে যাই। বেশির ভাগ ক্ষেত্রে বেতন বা বাড়ি ভাড়া অতিরিক্ত গ্রহণ করা হয়। এটি পরবর্তীতে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে।

 

প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: ভ্যাট ও আয়করের টাকা ট্রেজারীতে চালানের মাধ্যমে জমার কোড কি কি?

উত্তর:  সাংবিধানিক-মন্ত্রণালয়-প্রাতিষ্ঠানিক-অর্থনৈতিক কোড

  • ভ্যাট কোড:              ১-১১৩৩-০০১৫-০৩১১
  • আয়কর কোড:         ১-১১৪১-০০০৫-০১১১
  • বাসা ভাড়া বা বাড়ি ভাড়া জমা দেয়ার কোড: ১-৩২৩৭-০০০০-২১১১
# সাধারণত আমরা আমাদের বিভিন্ন ভুলের কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকি। অতিরিক্ত বা অনিয়মিতভাবে গৃহীত অর্থ সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে হয়। কোন কোডে কিভাবে জমা দিবে নিচে দেওয়া হলো।
  • সাংবিধানিক-মন্ত্রণালয়-প্রাতিষ্ঠানিক-অর্থনৈতিক কোড
  • ১-৩৩০১-০০০১-২৬৭১

অতিরিক্ত গৃহীত অর্থ জমা না দিয়ে অডিট কাকে ধরবে?

যার ভুলেই অতিরিক্ত গ্রহণ করে থাকেন না কেন। অথবা ইচ্ছাকৃত ভাবেও যদি আপনি অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকেন তা উৎসব ভাতা, ভ্রমণ ভাতা বা যে কোন ভাতাই হোক তা আপনাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অডিট কর্তৃপক্ষ অডিট আপত্তি দিবে সরাসরি আপনার নামে, এখানে অফিস কোন ভাবেই দায়বদ্ধ থাকে না।
আগামী ১ জুলাই ২০২৪ তারিখ হতে পূর্ববর্তী অর্থ বছরের অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে ১০৯০১০১১০১৪৩৫-১৪৪১২০২ কোডটি ব্যবহার করতে হবে।
অতিরিক্ত গৃহীত ফেরত প্রদানের কোড
পূরণকৃত চালানের নমুনা কপির JPG ফাইল দেখে নিন : ডাউনলোড 

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

16 thoughts on “সরকারি কোষাগারে টাকা ফেরত ২০২৪ । অতিরিক্ত গৃহীত অর্থ যে কোডে চালানের মাধ্যমে জমা দিবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *