অতিরিক্ত গ্রহীত অর্থ কোন কোডে ফেরত দিবো এটা নিয়ে দ্বিধা দন্ডে পড়ে যাই। বেশির ভাগ ক্ষেত্রে বেতন বা বাড়ি ভাড়া অতিরিক্ত গ্রহণ করা হয়। এটি পরবর্তীতে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে।
প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: ভ্যাট ও আয়করের টাকা ট্রেজারীতে চালানের মাধ্যমে জমার কোড কি কি?
উত্তর: সাংবিধানিক-মন্ত্রণালয়-প্রাতিষ্ঠানিক-অর্থনৈতিক কোড
- ভ্যাট কোড: ১-১১৩৩-০০১৫-০৩১১
- আয়কর কোড: ১-১১৪১-০০০৫-০১১১
- বাসা ভাড়া বা বাড়ি ভাড়া জমা দেয়ার কোড: ১-৩২৩৭-০০০০-২১১১
# সাধারণত আমরা আমাদের বিভিন্ন ভুলের কারণে অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকি। অতিরিক্ত বা অনিয়মিতভাবে গৃহীত অর্থ সরকারি কোষাগারে ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে হয়। কোন কোডে কিভাবে জমা দিবে নিচে দেওয়া হলো।
- সাংবিধানিক-মন্ত্রণালয়-প্রাতিষ্ঠানিক-অর্থনৈতিক কোড
- ১-৩৩০১-০০০১-২৬৭১
অতিরিক্ত গৃহীত অর্থ জমা না দিয়ে অডিট কাকে ধরবে?
যার ভুলেই অতিরিক্ত গ্রহণ করে থাকেন না কেন। অথবা ইচ্ছাকৃত ভাবেও যদি আপনি অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকেন তা উৎসব ভাতা, ভ্রমণ ভাতা বা যে কোন ভাতাই হোক তা আপনাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে। অডিট কর্তৃপক্ষ অডিট আপত্তি দিবে সরাসরি আপনার নামে, এখানে অফিস কোন ভাবেই দায়বদ্ধ থাকে না।
আগামী ১ জুলাই ২০২৪ তারিখ হতে পূর্ববর্তী অর্থ বছরের অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে ১০৯০১০১১০১৪৩৫-১৪৪১২০২ কোডটি ব্যবহার করতে হবে।
পূরণকৃত চালানের নমুনা কপির JPG ফাইল দেখে নিন : ডাউনলোড
আরও দেখুন:
- জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
- অনলাইনে বিজ্ঞাপন প্রচারে ১৫% VAT গুনতে হবে।
- প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
- উৎসে কর কর্তনের হার ০.২৫ শতাংশ।
- হিসাব রক্ষণ অফিস কর্তৃক প্রদত্ত আয়কর প্রত্যয়ন পত্র।
- সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
- সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
- সকল খাতের নতুন অর্থনৈতিক কোডসমূহ একসাথে দেওয়া হলো।
- আয়কর রিটার্ণ কি? আয়কর রিটার্ণ কারা দাখিল করবেন?
- আয়কর রিটার্ণ সংশোধন যোগ্য ফরম বাংলায়।
- কোন ব্যক্তির জন্য সরকার আয়কর দেওয়া বাধ্যতামূলক করেছে?
- একজন সরকারি চাকরীজীবীর আয়কর নির্ধারণ টিউটোরিয়াল দেখে নিন।
- সরকারি কর্মকর্তা/কর্মচারীদের যে সকল ভাতা করমুক্ত থাকবে।
- কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০১৯-২০
সরকারী উন্নয়ন কাজে অতিরিক্ত পরিশোধিত অর্থ আদার করে কোন কোডে জমাদিতে হবে, উন্নয়ন খাতেরে টাকা
এখানে দেখুন: https://bdservicerules.info/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0/
সরকারি মাধ্যমিক স্কুলের ছাত্রদের কাছ থেকে মাসিক বেতন আদায়ের পর সরকারি কোষাগারে জমা দেওয়ার চালান কোড কত ?
চালানের কোডের বই দেখুন
অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নতুন পরিপত্র ডাউনলোড অপসনে পেলাম না । পেলাম পুরাতন কোডের চালানের কপি। নতুন পরিপত্রের কপি টি দেয়ার জন্য অনুরোধ রইল।
পরিপত্রটি যুক্ত আছে আপনি চাইলে সেটি স্ক্রিনশর্ট নিয়ে অথবা স্ক্রিনে চাপ দিয়ে সেভ করে নিতে পারেন।