অধিকাল ভাতা কি?

নির্ধারিত কর্তব্য ৬ ঘন্টা ৩০ মিনিট/৮ ঘন্টা পালনের পর অতিরিক্ত যে সময়কাল দায়িত্ব পালন করা হয় তাই অধিকাল হিসাবে গন্য। সাধারণত কর্মচারীগণ (১১-২০ তম গ্রেড) অধিকাল ভাতা পেয়ে থাকেন। কর্মকর্তাদের জন্য অধিকাল ভাতা প্রযোজ্য নয়।

কেন অধিকাল করানো হয়?

সাধারণত কাজের বলিয়ম হঠাৎ বেশি হলে বা গতানুগতিক কাজের চেয়ে বেশি পরিমান কাজের চাপ থাকলে বাড়তি বা নিয়মিত কর্মঘন্টার বাহিরে কাজ করিয়ে নিতে হয়। নির্ধারিত সময়ে কাজ বা প্রজেক্ট শেষ করতেই মূলত অধিকাল দায়িত্ব পালন করানো হয়।

কখন অধিকাল ভাতা পাওয়া যায় না?

সরকারি কর্মচারীগণ সাধারণত অধিকাল বরাদ্দ না থাকলে অধিকাল ভাতা প্রাপ্য হন না। সরকারি কর্মচারীগণ ২৪ ঘন্টার জন্য সরকারি কাজে নিয়োজিত তাই অতিরিক্ত কর্তব্য পালনে ড্রাইভার ব্যতিত কোন কর্মচারী অধিকাল সুবিধা পান না।

  • প্রথমতত অধিকাল ভাতার বরাদ্দ থাকতে হবে।
  • বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ মোতাবেক অতিরিক্ত কাজের জন্য দ্বিগুন হারে অধিকাল ভাতা প্রাপ্য হবেন।
  • এক্ষেত্রে অধিকাল ভাতার পূর্ব বা পরবর্তী মঞ্জুরী নিয়ে নিতে হয়।
  • বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১০৮ ধারানুযায়ী ৮ (আট) ঘন্টার পর অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা প্রদেয়।

ক্ষতিপূরন ছুটি কি?

সাধারণত বাজেটে অতিরিক্ত কাজের ভাতা বরাদ্দ না থাকলে অর্থাৎ ওভার টাইম খাতে বরাদ্দ না থাকলে অধিকাল দায়িত্ব পালন করলেও অধিকাল ভাতা পাওয়া যায় না। সে ক্ষেত্রে কর্মচারী তার অধিকাল দায়িত্ব পালিত ঘন্টার বিপরীতে ক্ষতিপূরণ ছুটি কাটাতে পারেন।

বিস্তারিত জানতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ দেখুন: ডাউনলোড

ইতি কথা:

অধিকাল খাতে বরাদ্দ থাকলে ২০-১১ তম গ্রেডের যে কোন কর্মচারী অতিরিক্ত কাজের ভাতা পাবেন।

আশির দশকের দিকে সরকারী কর্মচারীগণ সপ্তাহে ০১ (এক) দিন সাপ্তাহিক ছুটি ভোগ করত। এখন সপ্তাহে ২ (দুই) দিন সাপ্তাহিক ছুটি ভোগ করে। কর্মঘন্টাও ছিল সকাল ৮.৩০ মিনিট থেকে বিকাল ২.৩০ মিনিট পর্যন্ত। সে হিসাবে ৬ ঘন্টা ৩০ মিনিট করে সপ্তাহে সর্বমোট ৩৯ ঘন্টা ডিউটি করতে হত। বর্তমানে সাপ্তাহিক কর্মদিবস ৫ দিন হওয়ায় ৯ থেকে ৫ টা পর্যন্ত ৮ ঘন্টা হারে ৪০ ঘন্টা কাজ করতে হয়।

  • দৈনিক ৮ ঘন্টা হারে সাপ্তাহে ৫ কর্মদিবসে ৪০ ঘন্টা কাজ করতে হয়।
  • বাংলাদেশ শ্রম আ্‌নি, ২০০৬ অনুসারে ৮ ঘন্টা হারে ৬ কর্মদিবসে ৪৮ ঘন্টা কাজ করার কথা থাকলেও সরকার সাপ্তাহে ২ দিন সাপ্তাহিক ছুটি ঘোষনা করায় সাপ্তাহিক কর্মঘন্টা হতে ৮ ঘন্টা বাদ দেওয়া হয়েছে।

 

আরও দেখুন:

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin