বাংলাদেশ সরকার অনলাইনে বেতন বিল সাবমিট সুবিধা চালুর জন্য iBAS++ চালু করেছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে বেতন ব্যাংকে প্রেরণের জন্যই অনলাইনে বেতন বিল দাখিলে সুবিধা রাখা হয়েছে। শুরুতে যদিও শুধুমাত্র কর্মকর্তাদের এ সুবিধা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে দেশ বিদেশের যে কোন স্থানে বসেই ইন্টারনেটের মাধ্যমে কর্মকর্তাগণ বেতন বিল দাখিল করতে পারবেন। আইবাস++ বেতন বিল দাখিল ২০২২ । প্রতি মাসে কখন বেতন বিল দাখিল করতে হবে?
ibas++ pay bill submission process । অনলাইনে বেতন বিল দাখিল প্রক্রিয়া ২০২২
ibas++ integrated budget and accounting system
অনলাইন পে বিল সাবমিসশন পদ্ধতি । যেভাবে বেতন বিল দাখিল করবেন
- প্রথমে Online Paybill Submission লিখে গুগল করে প্রথম লিংক এ যান অথবা www.ibas.financce.gov.bd/ibas2 এ লিংকে যেতে হবে।
- রেজিস্টেশনকৃত ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করে সিস্টেমে লগইন করতে হবে।
- Budget Excecution বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করুন।
- তারপর অনলাইন পে বিল সাবমিসশন অপশনে ক্লিক করুন।
- ফিসক্যাল ইয়ার অব স্যালারি থেকে অর্থ বছর সিলেক্ট করুন।
- Month of Salary এর ড্রপ ডাউন লিস্ট থেকে মাসের নাম সিলেক্ট করুন।
- Go Button এ ক্লিক করে নিচের বেতন ও আহরন অংশ ও কর্তন সমূহ দেখুন ঠিকঠাক আছে কিনা।
- কোন তথ্য পরিবর্তন করতে চাইলে Settings অপশন ও যান।
- নিচে Submit বাটনে চাপ দিলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে।
- সেই পাসওয়ার্ড মোবাইল থেকে দেখে বসিয়ে Ok করে দিলেই আপনার কাজ শেষ। অনলাইনে বেতন সাবমিসশন হয়ে গেল।
বাড়ি ভাড়া, আয়কর ও মোবাইল এলাউন্স আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। অন্য কোন তথ্য পরিবর্তন করতে চাইলে হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে।
আরেকটি বিষয় শুধু অনলাইনে একাউন্ট খুলে বেতন বিল দাখিল করলেই হবে না। আপনাকে আপনার ব্যাংক ডিটেইলস এবং জাতীয় পরিচয়পত্রের কপি, চেক বইয়ের ফটোকপি সহ একটি সীটে সমস্ত চাহিত তথ্য পূরন করে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হবে।
ইএফটি সাইনআপ ফরম। লিংকটি থেকে ফরম পূরণ করে হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হবে।