অনাপত্তি পত্র – নো অবজেকশন সার্টিফিকেট  – অনাপত্তি প্ৰমান পত্ৰ হচ্ছে সরকারি কাজে বা ব্যক্তিগত কাজে দেশের বাহিরে বা বর্হি: বাংলাদেশ গমনে পাসপোর্ট প্রাপ্তিতে ছাড়পত্র। প্রথমে নাম, পিতা/স্বামীর নাম বিষয় হিসেবে উল্লেখ করবেন।

নাম পদবী সহ কার্যালয়ের নাম উল্লেখ করবেন। যদি পরিচিতি নম্বর থাকে উল্লেখ করবেন। পদবী উল্লেখ করে কর্মরত আছেন এটি নিশ্চিত করবেন। পুলিশ বিভাগের মাধ্যমে ইতোপূর্বে যে, আপনার পূর্ব পরিচয় ও চরিত্র প্রতিপাদিত হয়েছে এবং আপনার বিরূদ্ধে কোন বিরূপ তথ্য নেই সেটিই এর মাধ্যমে নিশ্চিত করা হয়।

আপনার বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ভবিষ্যত অবসর গ্রহণের তারিখ এখানে উল্লেখ করবেন। আবেদন কারীর সাথে কেউ গমন করলে তার পাসপোর্ট প্রয়োজন হলে বিস্তারিত বিবরণ এখানে উল্লেখ করবেন। এক্ষেত্রে তার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর উল্লেখ করবেন।

অনাপত্তি সনদ বা অনাপত্তিপত্র লেখার নমুনা / যেভাবে NOC বা অনাপত্তি  লিখবেন।

অনলাইনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনোগ্রাম যুক্তি অনাপত্তি পত্র ডাউনলোড করে নিবেন। এই পোস্টের শেষে লিংক দেয়া আছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

অনাপত্তি পত্র লেখার নিয়ম ২০২২

ক্যাপশন: এনওসি বা অনাপত্তি পত্র ফরম পূরণ করবেন যেভাবে। NOC ফরমে দাপ্তরিক সিল ও এসওসি প্রদানকারী কর্মকর্তার সিল নিশ্চিত করবেন।

এনওসি বা অনাপত্তি পত্র প্রাপ্তির ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ ও বিষয় সম্পর্কে জ্ঞাত থাকতে হয়।

  1. ফরম পূরণ করে কর্তৃপক্ষ বরাবর আবেদন পেশ করবে।
  2. আবেদন ডাইরি হলে পাসপোর্ট অফিস বরাবর অগ্রায়ন পত্র বা ফরওয়ার্ডিং পত্র সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ প্রেরণ করতে হবে।
  3. পূরণকৃত ফরমে গোল সিল এবং এনওসি প্রদানকারী কর্মকর্তার সিল স্বাক্ষর পড়েছে কিনা দেখে নিন।
  4. ফরওয়ার্ডিং ও এনওসি ফরমে ইস্যু নম্বর ও তারিখ পড়েছে কিনা অবশ্যই নিশ্চিত হবেন।
  5. আপনার অফিসের সদর দপ্তর বরাবর ফরওয়ার্ডিং ও এনওসি ফরম প্রেরণ এবং ওয়েবসাইটে প্রকাশ নিশ্চিত করুন।
  6. এনওসি ওয়েবসাইটে পাবলিশের পর ৬ মাস পর্যন্ত কার্যকর থাকে। এর মধ্যে আপনি পাসপোর্ট করেছেন কিনা নিশ্চিত হউন।
  7. এনওসি’র একটি হুবহু কপি আপনিও সংগ্রহ এবং নিশ্চিত হউন ইস্যু নম্বর ও তারিখ দেওয়া কপিটি সংগ্রহ করেছেন কিনা।
  8. এনওসি দিয়ে পাসপোর্ট করার পর বর্হি: বাংলাদেশ ছুটি মঞ্জুর আদেশ জারি করত: আপনাকে বিদেশ ভ্রমণ করতে হবে।

এনওসি বা অনাপত্তি পত্র কার বরাবর প্রেরণ করতে হবে?

NOC প্রেরণ করবেন যেখানে– সাধারণত প্রাপক হিসেবে পরিচালক /উপপরিচারক/সহকারী পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস/আঞ্চলিক পাসপোর্ট অফিস বরাবর প্রেরণ করতে হয়। মনে রাখবেন যে পাসপোর্ট অফিস বরাবর আবেদন করবেন, এনওসি সেই পাসপোর্ট অফিস বরাবর প্রেরণ করতে হবে। এনওসি পাসপোর্ট কর্তৃপক্ষ প্রাপ্ত না হলে আপনাকে পাসপোর্ট প্রদান করবেন না।

অনাপত্তি পত্র লেখার নিয়ম  ও ফরম নমুনা: ডাউনলোড