আমরা নতুন যারা আয়কর রিটার্ণ দাখিল করি। আমরা সহসা বুঝতে পারি না যে, আমার ফরমটি সঠিক ভাবে পূরন করা হয়েছে কিনা। কারও একটা দাখিলকৃত বা পূরণকৃত ফরম যদি পেতাম তাহলে মিলিয়ে নিতে সহজ হত। আপনার এ সমস্যা সমাধানের জন্যই যথাযথভাবে পূরণকৃত একজন দক্ষ আয়কর দাখিলকৃত ব্যক্তি কর্তৃক পূরণকৃত ফরমের নমুনা আপনার জন্য নিচে উপস্থাপন করা হলো।
আয়কর রিটার্ণ ফরম ২০২৪ । পূরণকৃত আয়কর রিটার্ন ফরম ২০২৪
যা পাবেন প্রদত্ত PDF ফরম হতে
- ১। করদাতার ব্যক্তিগত তথ্য যেভাবে পূরণ করবেন। (স্বামী স্ত্রী দু’জনেই করদাতা হলেও)-প্রথম
- ২। করদাতার আয় বিবরণী যেভাবে পূরণ করবেন।
- ৩। আয়ের বিস্তারিত বিবরণী সম্বলিত তফসিল।
- ৪। তফসিল-৩ (বিনিয়োগ জনিত কর রেয়াত)।
- ৫। আয়কর রিটার্ণের সাথে দাখিলকৃত দলিলপত্রাদির তালিকা।
- ৬। পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী।
- ৭। পারিবারিক ব্যয় যেভাবে সমন্বয় করে ১৬ ও ১৭ ক্রমিনের বিয়োগফল শুণ্য করবেন।
- ৮। জীবন যাত্রার মান সম্পর্কিত তথ্যাদি।
- ৯। ফরম পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশাবলী।
চাকুরিজীবীর পূরণকৃত আয়কর দাখিলের নমুনা ফরমটি সংগ্রহ করে মিলিয়ে নিতে পারেন আপনার পূরণকৃত ফরমের সাথে: ডাউনলোড
সংগ্রহে রাখুন আয়কর ফরমের নতুন ও পুরতন ভার্সন: নতুন ভার্সন, পুরাতন ভার্সন।
আরও দেখুন:
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।