ইউনিয়ন পরিষদের সচিবগণের বেতনস্কেল ১০ গ্রেডে উন্নীতকরণ সংক্রান্ত।
ইউপি সচিবগণের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে নিম্নরূপ তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
ইউপি-২ শাখা
www.lgd.gov.bd
স্মারক নং-৪৬.০০.০০০০.০১৮.৯৯.০৩৬.২০.৫৩০; তারিখ: ১৮ নভেম্বর ২০২০
বিষয়: ইউনিয়ন পরিষদের সচিবগণের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়েরর ২৪/০২/২০২০ খ্রি: তারিখের স্মারক।
উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে, ইউপি সচিবগণের বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে নিম্নরূপ তথ্যাদি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
চাহিত তথ্যাদি ও এ বিভাগের মতামত পত্রে উল্লিখিত।
১। ইউনিয়ন পরিষদের সচিব পদটি সরকারি রাজস্বখাত ভূক্ত কিনা;
২। উক্ত পদসমূহের স্বতন্ত্র নিয়োগ বিধি আছে কিনা;
৩। অন্যান্য দপ্তরে ইউপি সদস্যের সমান্তরাল পদ আছে কিনা;
৪। এছাড়া প্রস্তাবিত পদের বেতনস্কেল উন্নীতকরণ করা হলে সরকারি অন্যান্য দপ্তরে প্রভাব পড়বে কিনা;
(মো: আকবর হোসেন)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৯৫১৪১৯০
ইউনিয়ন পরিষদের সচিবগণের বেতনস্কেল ১০ গ্রেডে উন্নীতকরণ সংক্রান্ত: ডাউনলোড