সরকারি কর্মচারীদের মূল বেতনের সর্বোচ্চ ২৫% পর্যন্ত জিপিএফ চাঁদা হিসেবে কর্তন করা যায়। যেহেতু বিনিয়োগ হার অনেক বেশি তাই অনেকেই সর্বোচ্চ কর্তন করতে ইচ্ছুক। চলতি ২০২২-২৩ অর্থ বছরেও জুলাই মাসে জিপিএফ হ্রাস বৃদ্ধি করা যাবে। সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত। জিপিএফ চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল ২০২২
গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি-১অধিশাখা।
www.mof.gov.bd
স্মারক নং: ০৭.০০.০০০০.১৭১.২২.০০১.১৪-৫০ তারিখঃ ২২জুলাই ২০২০ খ্রিস্টাব্দ
বিষয়ঃ সাধারন ভবিষ্য তহবিল বিধিমালা,১৯৭১ অনুসারে চাঁদার হার নির্ধারণ প্রসঙ্গে ।
সূত্র হিসাব মহানিয়ন্ত্রকের কারযালায়ের স্মারক নং ,০৭,০৩,০০০০,০১০, ১১,৮৬৭,২০১৯,১৬২,তারিখ ২১-০৭-২০১৯ খ্রি। উপযুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের নিম্নরুপ মতামত নির্দেশক্রমে জানানো হল:
উপরোক্ত সমস্যা নিরসনে জুন মাসের বেতন (যা জুলাই মাসে প্রদেয়) এর ভিত্তিতে ৫% ও ২৫%সিলিং ঠিক রেখে জিপিএফ কর্তন এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্ণিত ইনক্রিমেন্টের ভিত্তিতে উক্ত বছরের অবশিষ্ট ১১ মাসের জন্য ৫% ও ২৫% এর সিলিং ঠিক রাখা যেতে পারে এ মর্মে সিজিএ কার্যালয় যে মতামত ব্যক্ত করেছে তার সাথে অর্থ বিভাগ একমত।
ডঃ মো: নজরুল ইসলাম
যুগ্ন সচিব
ফোন: ৯৫৪০১৮১
ইনক্রিমেন্টসহ জুলাই মাসের মূল বেতন অনুসারে জিপিএফ কর্তনের অনুমতি: ডাউনলোড Try Another Link: ডাউনলোড
ইতোমধ্যে জিপিএফ কারেশনে গিয়ে জুলাই মাসের বেসিক অনুসারে জিপিএফ সংশোধন করে কেউ কেউ বেতন বিল সাবমিট করেছেন। iBAS++ এ জিপিএফ হ্রাস-বৃদ্ধির জন্য GPF Correction অপশন চালু!
এ বিষয়টি অনেকেই হতাশ ছিলেন ৷ নিরাশ হওয়ার কিছুই নাই ৷ যারা ইতোমধ্যে জিপিএফ কর্তন বৃদ্ধি ছাড়া বিল সাবমিট দিয়েছেন তারা চাইলে DDO কর্তৃক বিল SEND BACK করে জিপিএফ কর্তন বৃদ্ধি সহ পুনরায় বিল সাবমিট করতে পারবেন ৷ যদি DDO বিলটি FORWARD করে দেয় তাহলে সংশ্লিষ্ট হিসাব রক্ষন অফিসের মাধ্যমে বিলটি বাতিল করে পুনরায় দাখিল করতে পারবেন ৷
প্রশ্নোত্তর:
প্রশ্ন: উপরের আদেশ কি এ বছরও বলবৎ রয়েছে?
উত্তর: জি। এ বছরও জুলাই মাসে হ্রাস বৃদ্ধি করতে পারবেন। প্রমানক দেখুন
অনুগ্রহ করে কর্মকর্তা কর্মচারি (মাধ্যমিমক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) নিয়োগবিধিমালা ১৯৯১ এর গেজেটটি সংগ্রহ করে দিয়ে বাধিত করবেন।