সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

ঈদের আগেই সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানের নির্দেশনা জারি।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, সকল মন্ত্রণালয়/বিভাগ (সরকারি সিদ্ধান্ত তাঁদের অধীন সকল অধিদপ্তর/পরিদপ্তর ও সংস্থাকে ২৫ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে এপ্রিল/২২ মাসের বেতন ভাতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।  ঈদের আগেই পাওয়া যাবে চলতি মাসের বেতন ভাতাদি ২০২২

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ

ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা।

নং- ০৭.১৪২.০০৬.০০.০০.০০৬.১২-২৬ তারিখঃ ১০ এপ্রিল ২০২২ খ্রিঃ

প্রেরকঃ এএসএম লােকমান

উপসচিব প্রাপকঃ 

(১) হিসাব মহানিয়ন্ত্রক, হিসাব ভবন, সেগুন বাগিচা, ঢাকা।

(২) কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স। ১ম ১২তলা সরকারি অফিস ভবন (৪র্থ তলা), সেগুনবাগিচা, ঢাকা। 

(৩) অতিরিক্ত মহাপরিচালক (অর্থ)। বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, আব্দুল গণি রােড, ঢাকা।

বিষয়ঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর ননকমিশন্ড অফিসার/কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে প্রদান।

উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানাে যাচ্ছে যে, সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী ০৩ মে তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদ-উলফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের এপ্রিল/২০২২ মাসের অবসর ভাতা ২৫ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে প্রদান করা হবে।

০২। বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারী রুলস (এস.আর) ১১৩(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলাে।

(এএসএম লােকমান)। ৩

উপসচিব

কি আছে সাবসিডিয়ারী রুলস (এস.আর) ১১৩(২)-তে?

বাংলাদেশ ট্রেজারি রুলস এস.আর ১১৩। (২) বিশেষ ক্ষেত্রে সরকার এই বিধিতে নির্ধারিত যে কোন শর্ত শিথিল করিতে পারেন। ব্যাখ্যা: সরকার এই বিধির যে কোন শর্ত শিথিল করিতে পারেন। সরকারি ছুটি ছয় দিনের কম থাকার ক্ষেত্রেও সরকার বেতন ভাতাদি প্রদানের আদেশ দিতে পারেন।

ঈদের আগেই সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদানের নির্দেশনা জারি: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *