অর্থ মন্ত্রণালয়য়ের ২০/০৬/২০১৭ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৫১.১৫.৬৫ নং স্মারকের “চ” অনুচ্ছেদের (কপি সংযুক্ত) নির্দেশনা মোতাবেক উক্ত ভ্রমণ ভাতার প্রাপ্যতা না থাকায় এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত সময়ে মাসিক ভ্রমণ ভাতা প্রাপ্য নহে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা-১০০০

www.cga.gov.bd

নং-০৭.০৩.০০০০.০০৯.৩৮.১৭৮.১৯(খন্ড-২).১০৮; তারিখ: ৩১/০৮/২০২০ খ্রি:

প্রাপক: ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস

ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়

হিসাব ভবন, খুলনা বিভাগ

খুলনা।

বিষয়: মাসিক বেতন বিলের সাথে উত্তোলিত নির্ধারিত ভ্রমণ ভাতা প্রদান সংক্রান্ত।

সূত্র: ১। ডিসিএ/খুলনা/প্রশা/সিদ্ধান্ত/খুলনা অঞ্চল/৫৩৬(খন্ড-৪)/৭১৬; তারিখ: ২৭/০৭/২০২০ খ্রি:

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রতি সদয় দৃষ্টি আর্কষণ করা যাচ্ছে।

০২। সূস্ত্রস্থ পত্রে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের মাসিক ভ্রমণ ভাতা প্রদানের বিষয়ে এ কার্যালয়ের সিদ্ধান্ত চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়য়ের ২০/০৬/২০১৭ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০৫১.১৫.৬৫ নং স্মারকের “চ” অনুচ্ছেদের (কপি সংযুক্ত) নির্দেশনা মোতাবেক উক্ত ভ্রমণ ভাতার প্রাপ্যতা না থাকায় এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত সময়ে মাসিক ভ্রমণ ভাতা প্রাপ্য নহে।

বিষয়টি আদিষ্ট হয়ে জানানো হলো।

 

কামরুন্নেছা

উপ হিসাব মহানিয়ন্ত্রক (পদ্ধতি)

ফোন: ৯৩৫৬৫০১

 

করোনা কালিন সাধারণ ছুটিতে মাসিক ভ্রমণ ভাতা প্রাপ্য নয়: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3063 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *