আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

What is EFT? কর্মচারীদের বেতন ভাতাদি অনলাইনে দাখিল ও ইএফটি চালুর নির্দেশনা জারি

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে প্রণীত Integrated Budget and Accounting System (iBAS++) এর আওতায় সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরে এবং জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরসমূহে কর্মরত নন-গেজেটেড কর্মচারীদের বেতন ভাতার বিল অনলাইনে দাখিল পদ্ধতি চালুকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইএমইডি, স্বাস্থ্য সেবা বিভাগ ও সিএন্ডএজি কার্যালয়ে উক্ত সিস্টেম চালুর মাধ্যমে কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে।

 তারই প্রেক্ষাপটে, মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত নন-গেজেটেড কর্মচারীদের বেতন-ভাতাদি অনলাইনে দাখিল ও ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে ডিডিও মডিউল চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত নন-গেজেটেড কর্মচারীদের বেতন-ভাতাদি অনলাইনে দাখিল ও ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে ডিডিও মডিউল চালুকরণ সংক্রান্ত পত্রটি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড

ইতোমধ্যে বেশির ভাগ সরকারি দপ্তর ইএফটিতে বেতন ভাতাদি পরিশোধ করছে

 প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: তাহলে কি কর্মচারীদের বেতন ভাতার বিল অনলাইনে দাখিল করতে হবে?
  • উত্তর: হ্যাঁ। কর্মকর্তাদের ন্যায় ডিডিও কর্মচারীদের বেতন ভাতার বিল অনলাইনে দাখিল করবেন।
  • প্রশ্ন: ইএফটি কি উপজেলা লেভেলেও কার্যকর হবে?
  • উত্তর: হ্যাঁ। উপজেলা লেভেলও কার্যকর হবে।
  • প্রশ্ন: ইএফটি ইএফটি হলে কি সুবিধা?
  • উত্তর: বেতন ভাতা যাবে ব্যাংকে। পাওয়া যাবে ঋণ সুবিধা।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।