সরকারি কর্মচারীদের বদলিজনিত এলপিসি স্থানান্তর করার নিয়ম জেনে নিব-এলপিসি এক হিসাবরক্ষণ অফিস হতে অন্য হিসাব রক্ষণ অফিসে স্থানান্তর না হওয়া পর্যন্ত বেতন ভাতাদি হয় না-এমবোস কপি এবং অনলাইন এলপিসি কপি ট্রান্সফার হলেই নতুন কর্মস্থলে বেতন ভাতাদি ট্রান্সমিট হয়-বদলিজনিত এলপিসি ট্রান্সফার নিয়ম ২০২৪

iBAS++ সফটওয়্যারের মাধ্যমে LPC প্রেরণ ও গ্রহণ কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হচ্ছে। একই সাথে এম্বোস সীলযুক্ত LPC এর Hard Copy প্রেরণের ব্যবস্থা চালু আছে। কোনো কোনো ক্ষেত্রে অনলাইনে LPC প্রেরণ এবং Hard Copy প্রেরণের সময় উল্লেখযোগ্য সময়ের ব্যবধান লক্ষ্য করা যায় এবং এতে করে কর্মকর্তা/ কর্মচারীদের বদলীকৃত কর্মস্থলে বেতন / ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে বিলম্ব হয়। LPC প্রেরণ ও গ্রহণ কার্যক্রমকে আরও গতিশীল এবং উক্ত কার্যক্রমকে সেবাগ্রহীতাদের জন্য আরও ফলপ্রসূ করার লক্ষ্যে LPC প্রেরণের জন্য নিম্নোক্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে।

১। LPC প্রেরণের সময় LPC এর হার্ড কপি তৈরি করতে হবে।

২। হার্ডকপি LPC স্ক্যান করে iBAS++ এ LPC Approval অপশন এর ড্রপ ডাউন তালিকা হতে এলপিসি ইস্যু মেনুতে স্ক্যানকৃত LPC আপলোড করতে হবে।

৩। বদলি আদেশ আপলোড করতে হবে।

৪। আইবাস++ সিস্টেমে বদলীকৃত কর্মস্থলে অনলাইনে এলপিসি প্রেরণ করতে হবে।

৫। আইবাস ++ সিস্টেমে এলপিসি প্রেরণের পর একটি সিস্টেম জেনারেট ট্র্যাকিং নম্বর জেনারেট নম্বর জেনারেট হবে।

৬। ট্র্যাকিং নম্বরটি হার্ড কপির উপরে লাল কালিতে লিখে এম্বোসড হার্ডকপি বদলিকৃত অফিসে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য যে, LPC ইস্যুর সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তি নিজ মোবাইলে একটি SMS প্রেরণের অপশন চালু করা হয়েছে।সংশ্লিষ্ট হিসাব রক্ষণ LPC গ্রহণ করলেও সংশ্লিষ্ট কর্মচারী SMS পাবেন।

এলপিসি প্রেরণ ও গ্রহণ নির্দেশনা ২০১৯ । যেভাবে এলপিসি স্থানান্তর হবে

বদলিজনিত এলপিসি ট্রান্সফার নিয়ম ২০২৩ । LPC প্রেরণ ও গ্রহণে সংশ্লিষ্ট কর্মচারীর মোবাইলে SMS পাবেন

এ সংক্রান্ত LPC প্রেরণ ও গ্রহণের পরিপত্র দেখে নিতে পারেন: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3062 posts and counting. See all posts by admin

10 thoughts on “সরকারি বদলিজনিত এলপিসি ট্রান্সফার নিয়ম ২০২৪ । LPC প্রেরণ ও গ্রহণে সংশ্লিষ্ট কর্মচারীর মোবাইলে SMS পাবেন

  • আমি মোঃ ফুলমামুদ, বিপি-৮৪০৪০৮২৮০৭, এএসআই(নিরস্ত্র), জলঢাকা থানা, নীলফামারী ২০১৬ সালের জুলাই মাসে গাইবান্ধা জেলা হইতে বদলী সূত্রে ঢাকা এসবিতে যোগদান করি। এসবি আইডি নং-৯৭৩৯, কং নং-৩১৩৭। উক্ত সালের অক্টোবর মাসে পদোন্নতি হ্ওয়ায় বদলী সূত্রে এসবি হইতে গাইবান্ধা জেলায় যোগদান করি। অদ্যবধি পর্যন্ত আমার এলপিসি/এম্বুস কপি গাইবান্ধা ও নীলফামারী জেলায় আসে নাই। যাহার কারনে আমার জুলাই/২০২১ মাস হইতে বেতন স্থগিত হইয়াছে। পেজ নাম্বার বা ভলিয়ম নম্বর মনে নাই। আমার জিপিএফ নম্বর-১২৫৯৩১।
    আমি কিভাবে উক্ত এলপিসি পাইতে পারি দয়া করে জানাবেন।

  • এলপিসি’র ব্যাপারটি জটিল। ম্যানুয়ালি যোগাযোগ ছাড়া এরা আগায় না।

  • আমার বদলী হয়েছে বানিয়াচং, হবিগঞ্জ হতে পাটগ্রাম,লালমনিরহাট। এলপিসির জন্য বানিয়াচং অফিসে যোগাযোগ করলাম। অডিটর সাহেব বললেন যে এলপিসি পাঠানো হয়েছে।মেসেস দেখেন।অথচ এখনো ম্যাসেস পাইনি।এখন করনীয় কি?

  • ম্যাসেজ অনেক সময় মিস করে। আপনি আপনার বর্তমান কর্মস্থলের হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন। এনআইডি নম্বর ও ভেরিফিকেশন নম্বর নিয়ে।

  • আমার রংপুর জেলার কনস্টেবল নাম্বার ১০৮৯ মোরশিদ আলম! আমি রংপুর জেলা হতে রেলওয়ে জেলা চট্টগ্রামে পোস্টিং হয়ে এসেছি! গত দুই মাস অতিক্রম হয়ে তিন মাস রানিং চলে! আজ অবদি এলপিসি কর্মস্থলে না আসায় দুই মাস যাবত বেতন বোনাস কিছুই পাইলাম না । LPC টি রেলওয়ে জেলা চট্টগ্রাম কর্মস্থলে পাঠানোর জন্য সদয় অবগতির জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি । রংপুর জেলা ভলিউম নাম্বার ৪২৮ পৃষ্ঠা নাম্বার ২১

  • সংশ্লিষ্ট হিসাবরক্ষণ ছাড়া কারও এখতিয়ার নাই। অনুগ্রহ করে সর্বশেষ কর্মস্থলে যোগাযোগ করে এলপিসি নেয়ার ব্যবস্থা করুন।

  • অনলাইন ব্যবস্থায় যোগাযোগ কেন করতে হবে। ছাড়পত্রে স্বআক্ষর করে কি অনলাইন কার্যক্রম করা যায় না?

  • এখনও হিসাবরক্ষণ অফিস অনলাইন এবং এমবোস কপির উপর নির্ভর করে।

  • LPC Tracking কিভাবে করবো

  • এটি এজি অফিস করবে। আপনি ট্র্যাকিং নম্বর হিসাবরক্ষণ অফিসারকে দিলেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *