সাধারণ ইএফটি ফরম পূরণ করার সময়ই সমস্ত তথ্য নিয়া হয়েছে। আপনি আপনার সন্তান জন্ম নিবন্ধন দাখিল করেছেন। যদি আপনার সন্তানদের জন্ম নিবন্ধন দাখিল না করে থাকেন তবে হিসাবশাখায় জন্ম নিবন্ধন জমা দিন। অনলাইনে আইবাস++ এ গিয়ে মাস্টার ডাটায় পরিবর্তন আনলেই শিক্ষা ভাতা যুক্ত হয়ে যাবে-ibas++ Education Allowance Adding
কর্মকর্তাদের শিক্ষা ভাতা দেখাচ্ছে না? সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে সন্তানদের জন্ম নিবন্ধন নম্বর সহ তথ্য এন্ট্রি দিতে হবে। যাদের সন্তানের বয়স ২৩ বছর পার হয়েছে তাদের ক্ষেত্রে অটোমেটিক ডিটেকশনের মাধ্যমে শিক্ষা ভাতা প্রদান বন্ধ হয়ে যায়। শিক্ষা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত শিক্ষা ভাতা পাওয়া যায়।
আইবাস++ সন্তানের জন্ম নিবন্ধন এন্ট্রি
আপনার সন্তানের বয়স ৫ বা ৫ এর কম হলেও তথ্য আইবাস++ প্রথমে এন্ট্রি দিন। আইবাস++ তথ্য এন্ট্রি দেওয়া থাকলে অনলাইনে Salary Information গিয়ে এনআইডি দিয়ে ঢুকে Educational Allowance Entry করতে হবে। এন্ট্রি করা থাকলে Edit এ গিয়ে Just Update করে দিন। ব্যাস শিক্ষা ভাতা আরও একটি সন্তানের জন্য যুক্ত হয়ে গেল।
How to add education allowance to ibas++ । শিক্ষা ভাতা এড করার নিয়ম দেখুন
Caption: Just Edit master data of DDO iD
শিক্ষা যুক্ত করার নিয়ম
প্রথমে আইবাস++ এ ডিডিও আইডি দিয়ে লগিন করুন। তারপর Master Data>Employee Salary Information>Education allowance>Edit and Update ব্যাস হয়ে গেল। তবে মনে রাখতে হবে যে, মাস্টার ডাটায় নিচের স্ক্রীনে জন্ম তারিখ এন্ট্রি দেওয়া থাকতে হবে বা এন্ট্রি দিতে হবে।
মাস্টার ডাটায় Employee Basic Information গিয়ে নেক্সড এ গিয়ে বা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে সন্তানের জন্ম নিবন্ধন এন্ট্রি করতে হবে।
সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের সন্তানদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষা ভাতা প্রাপ্তির জন্য সর্বনিম্ন বয়সসীমা ৫ (পাঁচ বছর নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করেছে। এ সংক্রান্ত আদেশ নিম্নরুপ আদেশ জারি করা হয়েছে। তাছাড়া এটি যদিও জেনারেল নয়, তবুও এটিকে বেইজ ধরতে পারি কারণ শিক্ষা গ্রহণেরও সর্বনিম্ন বয়স রয়েছে।
মাস্টার্স পাশ পর্যন্ত শিক্ষা ভাতা কি পাওয়া যাবে? বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের শিক্ষা ভাতা প্রাপ্যতার বয়সসীমা ২১ বছর থেকে বৃদ্ধি করে ২৩ বছর অথবা স্নাতক ডিগ্রী সম্পন্ন হওয়ার মধ্যে যেটি আগে ঘটবে সে পর্যন্ত অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হয়েছে।
শিক্ষা ভাতার সর্বনিম্ন বয়স ২০২৩ । শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমা জেনে নিন