মূল এবং বর্ধিত শিক্ষানবিসকাল (যদি থাকে) শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা চাকুরীরত থাকিলে এবং ৬(২) বিধি মতে কোন কার্যক্রম গৃহীত না হইয়া থাকিলে ধরিয়া লওয়া হইবে যে, তাঁহার শিক্ষানবীসকাল সমাপ্ত হইয়াছে।
একই নম্বর ও একই তারিখের স্থলাভিষিক্ত পরিপত্র
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
বিধি শাখা-৪
নং-সম(বিধি-৪) -বিবিধ-৩৯/৯৪-১৫৯; তারিখ: ১৮-৮-৯৪ইং/০৩/০৫/১৪০১ বাং
বিষয়: শিক্ষানবিসকাল সমাপ্তির পর চাকুরীতে স্থায়ীকরণ।
বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ৬(১) (এ) ও (বি) এর বিধান মোতাবেক বিভিন্ন বিসিএস ক্যাডারের প্রারম্ভিক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এবং সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকাল যথাক্রমে ১ বৎসর এবং ২ বৎসর নির্ধারিত রহিয়াছে। উক্ত বিধির প্রভিসোতে বলা হইয়াছে যে, সরকার অতিরিক্ত আরো ২ বৎসর পর্যন্ত শিক্ষানবিসকাল বর্ধিত করিতে পারেন। এই বিধিতে (ব্যাখ্যায়) বলা হইয়াছে যে, মূল শিক্ষানবীসকাল সমাপ্ত হওয়ার পরবর্তী দিবসে কোন আদেশ জারী করা না হইয়া থাকিলে শিক্ষানবীসকাল বর্ধিত হইয়াছে বলিয়া গন্য হইবে। উক্ত বিধিমালার ৬(২) বিধিতে বহাল থাকার জন্য অযোগ্য বিবেচিত হইলে সরকার বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সহিত আলোচনা ছাড়া;
(ক) সরাসরি নিয়োগের ক্ষেত্রে, তাঁহাকে চাকুরীচ্যুত করিবেন, এবং
(খ) পদোন্নতির ক্ষেত্রে তাঁহাকে পদোন্নতির পূর্ব পদে ফেরত দিবেন।
২। উপরোক্ত বিধিমালার ৬(১) বিধির প্রভিসো অনুযায়ী বর্ধিত শিক্ষানবিসকাল সমাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা চাকুরীতে বহাল থাকিলে তাঁহার শিক্ষানবিসকাল আদৌ সমাপ্ত হইয়াছে কিনা সে বিষয়ে কোন কোন মহলে সংশয় দেখা দিয়াছে। এমতাবস্থায় এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের সহিত পরামর্শক্রমে স্পষ্টীকরণ করা যাইতেছে যে, মূল এবং বর্ধিত শিক্ষানবিসকাল (যদি থাকে) শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা চাকুরীরত থাকিলে এবং ৬(২) বিধি মতে কোন কার্যক্রম গৃহীত না হইয়া থাকিলে ধরিয়া লওয়া হইবে যে, তাঁহার শিক্ষানবীসকাল সমাপ্ত হইয়াছে।
৩। শিক্ষানবীসকাল সমাপ্তির পর চাকুরীতে স্থায়ী হওয়ার অন্যান্য শর্তাদি পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে চাকুরীতে স্থায়ী করার প্রয়োজনীয় ব্যবস্থা যথাশীগ্র গ্রহণ করার জন্য সকল মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ জানানো যাইতেছে।
(মো: আবদুল বাকি)
উপ-সচিব (বিধি-২)
সংস্থাপন মন্ত্রণালয়
শিক্ষানবিসকাল সমাপ্তির পর চাকুরীতে স্থায়ীকরণ আদেশটির PDF সংগ্রহ করতে পারেন: ডাউনলোড
শিক্ষানবিশ কাল এক বছর সমাপ্তির পরে কি উক্ত সময়কাল সার্ভিসের ভেতরে গন্য হইবে?
অবশ্যই
শিক্ষানবিশ কাল যে সর্ভিসে গন্য হইবে তা কোন ধারা মোতাবেক। কোথায় পাবো তথ্য জানতে চায়।
শিক্ষানবিশকাল অতিবাহিতের ১ বা ২ বছর পর স্থায়ীকরণ হলেই চাকরিকাল হিসাবে গণ্য। যোগদানকাল থেকে সব সময়ে পেনশনযোগ্য চাকরিকাল হিসাবে গণ্য হয়।
moksudfr@gmail.com
পদোন্নতি প্রাপ্ত হওয়ার পর পদোন্নতি প্রাপ্ত পদের কি স্থায়ী করার কোন বিধান আছে, যদি থেকে থাকে তবে উক্ত বিধি দেয়ার অনুরোধ রইল।
আপনার দপ্তরের নিয়োগ বিধি দেখুন। সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রতি ক্ষেত্রে চাকরি স্থায়ীকরণ করতে হবে।
সরকারি চাকরিতে সরাসরি নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের স্থায়ীকরণ কত বছর পর করার বিধান রয়েছে ।বিধিটি কোথায় পাবো বলবেন দয়া করে ।
২ বছর পর। আপনার দপ্তরের নিয়োগ বিধি দেখুন। শিক্ষানবিসকাল সমাপ্তির পর চাকুরীতে স্থায়ীকরণ।
Thanks for the good information. Please keep it continue….
চাকুরী স্থায়ীকরণের পূর্বে কি বহি বাংলাদেশ শিক্ষা ছুটি পাওয়া যায়? এমন কোন বিধি কি আছে? দয়া করে জানাবেন।
বহি: বাংলাদেশ শিক্ষা ছুটি নেয়ার পূর্বে চাকরি স্থায়ীকরণ হতে হয়। আপনি এখানে পেতে পারেন: https://bdservicerules.info/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a8/