জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার পুন:নির্ধারণ । ০৩ ধরনের সঞ্চয়পত্র রেট ২০২৩

এই আদেশ জারির পূর্বে ক্রয়কৃত সঞ্চয় স্কিম ক্রয়কালীন হারে মুনাফা প্রাপ্য হইবে এবং যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত উক্ত হারে মুনাফা প্রাপ্য হইবে। তবে, পুন: বিনিয়োগের ক্ষেত্রে পুন:বিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

অর্থ মন্ত্রণারয়

সঞ্চয় শাখা

www.ird.gov.bd

নং-০৮.০০.০০০০.০৪১.২২.০০৩.৯৭(অংশ).৪৭; তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২১

প্রজ্ঞাপন

জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার নিম্নোক্তভাবে পুন:নির্ধারণ করা হইল:

ক্রমিক নম্বর সঞ্চয় স্কিমের নাম মেয়াদ (উত্তীর্ণ হইলে) বিদ্যমান মুনাফার হার ক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ
১৫,০০,০০০ টাকা পর্যন্ত ১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০ ৩০,০০,০০১ টাকা হতে তদুর্ধ্ব
০১। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ১ম বছরান্তে ৯.৩৫% ৯.৩৫ ৮.৫৪ ৭.৭১
২য় বছরান্তে ৯.৮০% ৯.৮০ ৯.৮০ ৮.৯৫
৩য় বছরান্তে ১০.২৫% ১০.২৫ ৯.৩৬ ৮.৪৫
৪র্থ বছরান্তে ১০.৭৫% ১০.৭৫ ৯.৮২ ৮.৮৬
৫ম বছরান্তে ১১.২৮ ১১.২৮ ১০.৩০ ৯.৩০
০২। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ১ম বছরান্তে ১০.০০% ১০.০০ ৯.০৬ ৮.১৫
২য় বছরান্তে ১০.৫০% ১০.৫০ ৯.৫১ ৮.৫৬
৩য় বছরান্তে ১১.০৪% ১১.০৪ ১০.০০ ৯.০০
০৩। পরিবার সঞ্চয়পত্র ১ম বছরান্তে ৯.৫০% ৯.৫০ ৮.৮৬ ৭.৮৩
২য় বছরান্তে ১০.০০% ১০.০০ ৯.১১ ৮.২৫
৩য় বছরান্তে ১০.৫০% ১০.৫০ ৯.৫৭ ৮.৬৬
৪র্থ বছরান্তে ১১.০০% ১১.০০ ১০.০৩ ৯.০৭
৫ম বছরান্তে ১১.৫২% ১১.৫২ ১০.৫০ ৯.৫০

শর্তাবলী:

ক) এই আদেশ জারির পূর্বে ক্রয়কৃত সঞ্চয় স্কিম ক্রয়কালীন হারে মুনাফা প্রাপ্য হইবে এবং যেই মেয়াদের জন্য তাহা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত উক্ত হারে মুনাফা প্রাপ্য হইবে। তবে, পুন: বিনিয়োগের ক্ষেত্রে পুন:বিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হইবে।

খ) বর্ণিত সকল সঞ্চয় স্কিমের ক্রমপুঞ্জীভূত বিনিয়োগ বিবেচনাপূর্বক প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

গ) প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে পুন: নির্ধারিত মুনাফার হার কার্যকর হইবে।

ঘ) এই আদেশ জারির পরে বিনিয়োগকৃত অর্থের মুনাফা প্রদানের ক্ষেত্রে পূর্বের বিনিয়োগ বিবেচনায় নিয়ে প্রাযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

ঙ) যৌথ বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর বর্ণিত সকল সঞ্চয় স্কিমে মোট বিনিয়োগের উপর হিসাব করে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

চ) যৌথ বিনিয়েঅগের ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর ক্রমপঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ পৃথকভাবে হিসাব করে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হইবে।

ছ) সকল সঞ্চয় স্কিমের মুনাফা/সুদ সরল হারে প্রদেয় হইবে।

২। জনস্বার্থে এই আদেশ জারি করা হইল। ইহা জারির তারিখ হইতে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(দীপক কুমার বিশ্বাস)

উপসচিব

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার পুন:নির্ধারণ ২০২১ : ডাউনলোড

 

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2993 posts and counting. See all posts by admin