জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

জিপিএফ এ হিসাব খোলার সমস্ত কাগজপত্রাদি (MS Word)।

সাধারণত সরকারি চাকুরিতে যোগদানের পর চাকুরীর বয়স দুই বছর হলেই জিপিএফ এ অর্থ জমা করা অর্থাৎ মাসিক বেতন বিল হতে টাকা কর্তন করে সাধারণ ভবিষ্য তহবিলে জমা রাখা বাধ্যতামূলক। সেক্ষেত্রে জিপিএফ এ হিসাব খোলার ফরম প্রয়োজন হয়। নিচে ফরম পূরণের নমুনা এবং ডাউনলোড লিংক প্রদান করা হলো।

  • সাধারণত ২ বছর পর কর্তন বাধ্যতামূলক।
  • শুরুতেও কর্তন করতে পারেন।
  • সর্বনিম্ন কর্তন মূল বেতনের ৫% এবং সর্বোচ্চ ২৫% অর্থ।
  • জিপিএফ এ অর্থ জমানো খুবই লাভজনক ১৩% মুনাফা পাওয়া যায়।

যা রয়েছে ফরমটিতে বিস্তারিত উল্লেখ করা হলো:

  • কলাম-১ একাউন্টস অফিসার কর্তৃক বরাদ্দ হিসাব নং
  • কলাম-২ দরখাস্ত কারী নাম
  • কলাম-৩ পিতার নাম
  • কলাম-৪ তিনি বাংলাদেশী কিনা
  • কলাম-৫ পদবী
  • কলাম-৬ কর্মরত অফিসের নাম
  • কলাম-৭ পদবী স্থায়ী কি অস্থায়ী অথবা আবেদনকারী কোন স্থায়ী পদের শিক্ষানবীশ কিনা
  • কলাম-৮ অস্থায়ী হইলে পদটি কমপক্ষে তিন বছর স্থায়ী হইবে কিনা
  • কলাম-৯ মাসিক বেতন হার
  • কলাম-১০ মাসিক চাঁদার হার (সা:ভ:ত:আইন)
  • কলাম-১১ বাধ্যতামূলক অথবা ঐচ্ছিক চাঁদা দাতা
  • কলাম-১২ চাঁদা দাতা আরও অন্য কোন তহবিলে চাঁদা দাতা হইলে ঐ তহবিলের নাম
  • কলাম-১৩ দরখাস্ত কারীর পরিবার আছে কিনা

একখানা মনোনয়ন ফরম এই সঙ্গে প্রেরণ করতে হয়। যা এজি অফিস পূরণ করে ফেরত দিবে। যদিও আপনাকেই পূরণ করে জমা দিতে হবে। 

মনোনয় ফরমে আপনি বিয়ে না করে থাকলে বাবা মাকে নমিনি হিসাবে মনোনয়ন দিতে পারেন।

তবে বিয়ে করলে আপনা আপনি আপনার স্ত্রী এ হিসাবের উত্তরাধিকারী হয়ে যায় আপনি তাকে মনোনয়ন দিন বা না দিন। 

  1. এডিটেবল MS Word ফাইলটি সংগ্রহে রাখুন: ডাউনলোড
  2. সাধারন ভবিষৎ তহবিল ভর্তি হইবার দরখাস্ত JPG ফরমেট দেখে নিতে পারেন: ডাউনলোড
  3. জিপিএফ মনোনয়ন ফরম: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: মাকে মনোনয়ন দিয়েছিলেন এখন বিয়ে করেছেন স্ত্রীকে মনোনয়ন দিতে কি পুনরায় ফরম পূরণ করে জমা দিতে হবে?
  • উত্তর: না, বিয়ের পর স্ত্রী আপনা আপনি ভাবেই উত্তরাধীকারী বিবেচিত হয়। জিপিএফ এর অর্থ আপনি মারা গেলে আপনার স্ত্রী থাকলে তিনিই তুলতে পারবেন অন্য কেউ নয়।
  • প্রশ্ন: আমি যদি জমার উপর সুদ নিতে না চাই তাহলে?
  • উত্তর: কোন সমস্যা নাই। আপনার হিসাবে যেন সুদ জমা করা না হয় তা উল্লেখ করে দেয়া যায়।

জিপিএফ এ হিসাব খোলার জন্য ভর্তি ফরমনমিনি ফরম সংগ্রহে রাখুন: ডাউনলোড

নতুন যারা সরকারি চাকুরিতে যোগদান করেন, তাঁদের সাধারন ভবিষ্য তহবিলে হিসাব খোলার ফরম সবগুলো একসাথে MS Word Format সংগ্রহ করুন: ডাউনলোড

GPF Account Opening Application Form : Download

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *