জেলা পরিষদসমূহের রাজস্ব বাজেট অনুমোদন ও বার্ষিক পর্যালোচনা সভা, ২০১০ এর সিদ্ধান্ত অনুযায়ী জেলা পরিষদসমূহকে ক্ষমতায়ন ও জেলা পরিষদসমূহের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের বিষয়টি সহজতর করার লক্ষ্যে নিম্নরূপ নীতিমালা জারী করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
জেলা পরিষদ শাখা
স্মারক নং-জেপশা/বাজেট-৩/২০০৯/২৬৬১; তারিখ: ২৮/০৯/২০১০ খ্রি:
বিষয়: জেলা পরিষদের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত নীতিমালা।
জেলা পরিষদসমূহের রাজস্ব বাজেট অনুমোদন ও বার্ষিক পর্যালোচনা সভা, ২০১০ এর সিদ্ধান্ত অনুযায়ী জেলা পরিষদসমূহকে ক্ষমতায়ন ও জেলা পরিষদসমূহের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের বিষয়টি সহজতর করার লক্ষ্যে নিম্নরূপ নীতিমালা জারী করা হ’ল:
১। জেলা পরিষদের ৩য় ও ৪র্থ শ্রেণীর সকল পদে লোক নিয়োগের জন্য মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ করতে হবে। ছাড়পত্র প্রদানের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণকালে সাংগঠনিক কাঠামো অনুযায়ী মোট পদ, কর্মরত ও শুন্য পদের সংখ্যা উল্লেখপূর্বক পদ শুন্য হওয়ার কারণ এবং প্রস্তাবিত লোক নিয়োগে বেতন ভাতা প্রদানের স্বক্ষমতা রয়েছে কিনা তা উল্লেখ করতে হবে;
২। ছাড়পত্র গ্রহণপূর্বক শুন্য পদে নিয়োগের নিমিত্ত বহুল প্রচারিত ১টি জাতীয় ও ১টি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের নোটিশ বোর্ডে সকলের গোচরীভূত হয় এরূপ স্থানে লাগাতে হবে;
৩। জেলা পরিষদের নিয়োগ ও বাছাই কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হবে। নিয়োগ অনুমোদনের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণের আবশ্যকতা নেই;
৪। ছাড়পত্র প্রদানকৃত কোন পদে কোন অনিয়মিত বা মাস্টাররোল কর্মচারীকে নিয়মিত / আত্মীকরণ করা যাবে না;
৫। সরকার কর্তৃক সময় সময় জারীকৃত কোটা, বয়স ও অন্যান্য শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে;
৬। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার (জেলা পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী চাকুরি বিধিমালা, ১৯৯০ এবং প্রচলিত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বিধি বিধান যথাযথভাবে অনুসরণ না করা হলে বা এ সংক্রান্ত কোন অভিযোগ উত্থাপিত হলে মন্ত্রণালয় উক্ত নিয়োগ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে;
৭। বর্ণিত নির্দেশাবলী ছাড়াও নিয়োগের ক্ষেত্রে সময় সময় জারীকৃত বিধি বিধান, পরিপত্র, আদেশ ও নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
(জুবাইদা নাসরীন)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৭১৬৯২৭৪
জেলা পরিষদের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত নীতিমালা ২০১০: ডাউনলোড
- সরকারি প্রতিষ্ঠানের তালিকা ২০২৫ । মাসিক পেনশন ও গ্র্যাচুইটি পাওয়া যাবে কি?
- বিভাগীয় প্রার্থী ২০২৫ । বিভাগীয় প্রার্থী কি এবং সুবিধা কি পাওয়া যায়?
- জেলা মানববন্ধন ২০২৫ । মহার্ঘ ভাতা ও অন্যান্য দাবি আদায়ে ২৮ জানুয়ারি ২০২৫ কোথায় আসবে?
- www porichoy gov bd 2025 । জাতীয় পরিচয়পত্র অনলাইনে যাচাই করার উপায় কি?
- আউটসোর্সিং চাকরি ২০২৫ । অস্থায়ী চাকরির মেয়াদ, বেতন কাঠামো, নীতিমালা দেখুন