সরকারি কর্মচারীরা নামে মাত্র টিফিন ভাতা প্রাপ্য হন কিন্তু এই টিফিন ভাতাও সবাই প্রাপ্ত নয়। তৃতীয় ও ৪র্থ শ্রেণীর কর্মকর্তারাই কেবল টিফিন ভাতা প্রাপ্ত হন। এক্ষেত্রে খেয়াল রাখার বিষয় যে যারা দপ্তর হতে বিনামূলে লাঞ্চ পায় তারা কিন্তু এ টিফিন ভাতা উত্তোলন করতে পারবেন না বেতনের সাথে।
- সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও অনুমোদিত অন্যান্য ছুটির দিনের জন্যও টিফিন ভাতা পাবে।
- ফ্রি লাঞ্চ প্রাপ্তরা টিফিন ভাতা পাবেন না।
- এই টিফিন ভাতা শুধু মাত্র ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য প্রযোজ্য।
- অবসর উত্তর ছুটি বা অসাধারণ ছুটিতে থাকাকালীন টিফিন ভাতা প্রাপ্য হবেন না।
বিনামূল্যে দুপুরের লাঞ্চ প্রাপ্তরা টিফিন ভাতা প্রাপ্য হবে না এ সংক্রান্ত আদেশ দেখুন: ডাউনলোড