সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

দিন গণনায় তারিখের পরিবর্তনকে বিবেচনায় আনা যাইবে না।

বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর ৫ এর (১৫) তে দিনল বলতে কি বুঝায় তার ব্যাখ্যা করা হয়েছে। দিন (Day) অর্থ পঞ্জিকা দিন (Calender day), যাহার আরম্ভ এক মধ্য রাত্রে এবং সমাপ্তি অপর মধ্য রাত্রে। কিন্তু সদর দপ্তর হইতে অনুপস্থিতি চব্বিশ ঘন্টা অতিক্রম না করিলে, অনুপস্থিতির শুরু বা শেষ যে সময়েই হউক না কেন, তাহা সকল উদ্দেশ্যেই একদিন হিসাবে গণ্য হইবে।

মূল বিধি: Rule 5(15). Day means a calender day, begining and ending at midnight, but an absence from headquarters which does not exceed twenty-four hours shall be reckoned for all purposes as one day, at whatever hours the absence begins or ends.

বিশেষণ : দিন বলিতে ইংরেজী পঞ্জিকা দিন বুঝাইবে। মধ্য রাত্র অর্থাৎ রাত্র ১২ ঘটিকা অতিক্রান্ত হওয়ার মূহুর্ত হইতে একটি দিনের শুরু এবং পরবর্তী মধ্য রাত্রে আবাত্র ১২ ঘটিকায় উক্ত দিনটির সমাপ্তি। তবে সদর দপ্তর হইতে অনুপস্থিতির ক্ষেত্রে ২৪ ঘন্টা সময়কে একদিন ধরা হইবে। অর্থাৎ সদর দপ্তর ত্যাগ করার সময় হইতে ২৪ ঘন্টা সময় অতিক্রান্ত হইলেই কেবল উক্ত সময়কে একদিন হিসাবে গণনা করা যাইবে। এইক্ষেত্রে দিন গণনায় তারিখের পরিবর্তনকে বিবেচনায় আনা যাইবে না।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *