নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

Joining Letter 2023 । নতুন চাকরিতে যোগদানের যোগদান পত্রের নমুনা

প্রথম চাকরিতে যোগদানের ক্ষেত্রে কাজে যোগদান পত্র দাখিল করতে হয়। এক্ষেত্রে নিম্ন নমুনা পত্র থেকে আপনার আবেদনপত্র প্রস্তুত করে নিতে পারেন।

বরাবর,
অতিরিক্তি প্রধান প্রকৌশলী
বাংলাদেশ বেতার,
কবিরপুর, সাভার, ঢাকা।

বিষয়ঃ রেডিও টেকনিশিয়ান পদে কাজে যোগদান প্রসঙ্গে।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ বেতার, সদর দপ্তর, ঢাকার ২৭ জুন ২০১৯ খ্রি: তারিখের ১৫.৫৩.০০০০.০১৩.১১.০৫৯.১৯.১১২৫ নম্বর অফিস আদেশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় বেতন স্কেলে ১০,২০০-২৪,৬৮০ (গ্রেড-১৪) বাংলাদেশ বেতারের রাজস্বখাতভূক্ত রেডিও টেকনিশিয়ান পদে অদ্য ২৭/০৩/২০১৯ খ্রি: তারিখ পূর্বাহ্নে কাজে যোগদান করিলাম।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, অনুগ্রহপূর্বক যোগদান পত্রটি গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত বিবেদক
তারিখঃ

(মনিরুজ্জামান)
সাং-নাইটাবাদ, পোঃ চৌমহনী-১৯৮১
উপজেলাঃ টাঙ্গাইল সদর
জেলাঃ টাঙ্গাইল।


সংযুক্তঃ
১। স্বাস্থ্য পরিক্ষার রিপোর্ট।
২। শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ২ (দুই) সেট ফটোকপি।
৩। যৌতুক গ্রহণ/প্রদান মর্মে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা।
৪। নিয়োগপত্রের ফটোকপি।
৫। বেসিক টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেটের সত্যায়িত কপি।
৬। স্থাবর/অস্থাবর সম্পত্তির বিবরণী।
৭। নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

 

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: নতুন চাকরিতে যোগদানের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য?
  • উত্তর: হ্যাঁ, এভাবেই হবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।