পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

পদ সৃজন এবং সেবা ক্রয় প্রস্তাব প্রেরণে সত্যায়ন ও প্রতিস্বাক্ষরসহ প্রেরণের নির্দেশনা।

পদ সৃজন, অস্থায়ী পদ সংরক্ষণ/স্থায়ীকরণ, পদ বিলুপ্তকরণ, যানবাহন টিওএন্ডইভুক্তকরণ, যানবাহন ক্রয় এবং আউটসাের্সিং সেবা ক্রয় প্রস্তাব প্রেরণ ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক এবং ক্ষেত্রবিশেষে প্রতিস্বাক্ষরপূর্বক প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ 

ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখা

www.mof.gov.bd 

নং-০৭.০০.০০০০.১৫৬.৯৯.০২৪.১৯-৪৩৮ তারিখঃ ০৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.

বিষয়ঃ পদ সৃজন, অস্থায়ী পদ সংরক্ষণ/স্থায়ীকরণ, পদ বিলুপ্তকরণ, যানবাহন টিওএন্ডইভুক্তকরণ, যানবাহন ক্রয় এবং আউটসাের্সিং সেবা ক্রয় প্রস্তাব প্রেরণ সংক্রান্ত।

উপযুক্ত বিষয়ে অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণের ক্ষেত্রে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণ, জি.ও. পৃষ্ঠাঙ্কনের প্রস্তাবের ক্ষেত্রে অগ্রায়ণপত্রসহ জি.ও. প্রেরণ ও প্রস্তাবের সাথে প্রেরিত কাগজপত্রাদি প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক এবং ক্ষেত্রবিশেষে প্রতিস্বাক্ষরপূর্বক প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

(মােহাম্মদ শওকত উল্লাহ)

উপসচিব 

ফোনঃ ০২-৯৫৫০৭৩০

সিনিয়র সচিব/সচিব

মন্ত্রণালয়/বিভাগ (সকল)

 

পদ সৃজন এবং সেবা ক্রয় প্রস্তাব প্রেরণে সত্যায়ন ও প্রতিস্বাক্ষরসহ প্রেরণের নির্দেশনা: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *