পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পেনশনারদের স্ব উপস্থিতি ছাড়াই ব্যাংক একাউন্টে যাবে মাসিক পেনশন।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ১৬/০৭/২০১৯ খ্রি: তারিখের ০৭.০৩.০০০০.০০৩.০৯.১৯৫(খন্ড-২).১৪.৩৩৮ নম্বর পত্রের মাধ্যমে পেনশনারগনের স্ব শরীরে উপস্থিতি ছাড়াই ইএফটি’র মাধ্যমে পেনশন পরিশোধের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

আদেশটিতে নিম্নরুপ ব্যাখ্যা উপস্থাপন করা হয়।

অর্থ মন্ত্রণালয় প্রবীন পেনশনারগণের কষ্ট লাগব করার জন্য পেনশনারদের ইএফটি’র মাধ্যমে পেনশনারদের ব্যাংক একাউন্টে প্রতিমাসে মাসিক পেনশন পরিশোধের কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সিজিএ কার্যালয় এ ব্যাপারে নির্দেশনা জারি করেছে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু হিসাবরক্ষণ অফিস পেনশনারদের স্ব শরীরে উপস্থিতি ব্যতিত পেনশনারদের ইএফটি কার্যক্রম গ্রহণ করছে না, যা উক্ত পরিপত্রদ্বয়ে প্রদত্ত নির্দেশনার পরিপন্থী।

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত নির্দেশনা সঠিক ভাবে অনুসরণ পূর্বক প্রবীন পেনশনারগণের কষ্ট লাঘব করার জন্য পেনশনারদের স্ব উপস্থিতি ছাড়াই ইএফটি’র মাধ্যমে পেনশনারদের ব্যাংক একাউন্টে প্রতিমাসে মাসিক পেনশন পরিশোধের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়।

পত্রটিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া।

স্ব শরীরে উপস্থিতি ছাড়াই পেনশন প্রদানের আদেশের কপিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।