সরকারি কর্মচারীদের পেনশন ও আনুতোষিক উত্তোলনের সময় যে কাগজপত্রগুলো সহ আবেদন করতে হয় তার একটি সংশোধিত তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। পেনশন পেপার্সগুলো একটি তালিকা নিচে প্রদত্ত হলো। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি -১ অধিশাখা

www.mof.gov.bd

নং: ০৭.০০.০০০০.১৭১.১৩.০০২.১৮-২৫ তারিখ: ১৯ মার্চ ২০২০ আপলোড অর্থমন্ত্রণালয় ওয়েবসাইট: ০৫.০৫.০২০২০

পরিপত্র

বিষয়: “সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর ৪.০৯ নং অনুচ্ছেদ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীর নিজের এবং তার মৃত্যুর পর তার পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্তির আবেদনে সংশোধিত পেনশন আবেদন ফরম, সনদ ও কাগজপত্রাদি ব্যবহার সংক্রান্ত।

“সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর ৪.০৯ নং অনুচ্ছেদ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীর নিজের এবং তার মৃত্যুর পর তার পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্তির আবেদনে সংশোধিত পেনশন আবেদনের নিমিত্তে নিম্নেবর্ণিত পেনশন আবেদন ফরম, সনদ ও কাগজপত্রাদি সংশোধিত পেনশন আবেদন ফরম, সনদ ও কাগজপত্রাদি সংশোধিত আকারে প্রণয়ন করা হয়েছে:

(i) প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) (সংযোজনী-১)

(ii) প্রাপ্তব্য পেনশন বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র (সংযোজনী-২)

(iii) উত্তরাধিকার সনদপত্র ও নন ম্যারেজ সার্টিফিকেট (সংযোজনী-৩)

(iv) পেনশন ফরম ২.১ (সংযোজনী-৪)

(v) পারিবারিক পেনশন ফরম ২.২ (সংযোজনী-৫)

(vi) নমুনা স্বাক্ষর ৫ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ (সংযোজনী-৬)

(vii) আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করিবার জন্য ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়নের প্রত্যয়নপত্র (সংযোজনী-৭)

(viii) না দাবী প্রত্যয়নপত্র (সংযোজনী-৮)

২। বর্তমানে এ সকল ফরম, সনদ ও কাগজপত্রাদির মুদ্রন প্রক্রিয়াধীন রয়েছে। এ সকল ফরম, সনদ ও কাগজপত্রাদি অর্থ বিভাগের www.mof.gov.bd নং ওয়েবসাইট হতে Download করেও ব্যবহার করা যাবে।

৩। এমতাবস্থায় ” সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” -এ সংযোজিত উল্লিখিত ফরম, সনদ ও কাগজপত্রাদি পেনশন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

(ড. মো: নজরুল ইসলাম)

যুগ্ন সচিব

ফোন: ৯৫৪০২৯১

 

“সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০” এর ৪.০৯ নং অনুচ্ছেদ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীর নিজের এবং তার মৃত্যুর পর তার পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্তির আবেদনে সংশোধিত পেনশন আবেদন ফরম, সনদ ও কাগজপত্রাদি ব্যবহার সংক্রান্ত গেজেট: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

3 thoughts on “পেনশনে আবেদনে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলোর তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *