সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

পেনশন কার্যালয়ে যোগাযোগের জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড বিতরণ!

পেনশনারগণ ও ডিসিএএফও, ইউএও হতে দৈনন্দিন বিভিন্ন সময়ে সুবিধা ও অসুবিধা এবং অভিযোগ সংক্রান্ত তথ্যাদি জানার জন্য ফোন করে থাকেন। এ কার্যালয় হতেও বিভিন্ন সময় ফোন করার প্রয়োজন হয়। এ লক্ষ্যে এ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের সাথে পেনশনারদের কথা বলার জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড (১৯টি) সেটসহ এবং ২টি শুধুমাত্র সীম) বিতরণ করা হলো (তালিকা সংযুক্ত)।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর সরকার

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়

পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট

হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।

www.cafopfm.gov.bd

ই-মেইল: pfmcao@cga.gov.bd

হটলাইন: ০১৩১৬৪৬৪৬৬৫

নং: সিএএফও/পিএফএম/টেলিফোন বিল/৩৭/৪৩১(৪); তারিখ: ০৩/০১/২০২১

অফিস আদেশ

সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে বিভিন্ন পেনশনারগণ ও ডিসিএএফও, ইউএও হতে দৈনন্দিন বিভিন্ন সময়ে সুবিধা ও অসুবিধা এবং অভিযোগ সংক্রান্ত তথ্যাদি জানার জন্য ফোন করে থাকেন। এ কার্যালয় হতেও বিভিন্ন সময় ফোন করার প্রয়োজন হয়। এ লক্ষ্যে এ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের সাথে পেনশনারদের কথা বলার জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড (১৯টি) সেটসহ এবং ২টি শুধুমাত্র সীম) বিতরণ করা হলো (তালিকা সংযুক্ত)।

অফিস চলাকালীন সময়ে আগত টেলিফোন কলসমূহ যথাযথভাবে Response করা সহ প্রাপ্ত সকল সীম সচল রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সংযুক্তি: তালিকা ০২ পৃষ্ঠা।

 

(মোহাম্মদ মমিনুল হক ভূইয়া)

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট

ফোন: ০২৪১০৩০২৮৯

 

পেনশন কার্যালয়ে যোগাযোগের জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড বিতরণ: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “পেনশন কার্যালয়ে যোগাযোগের জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড বিতরণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *