পেনশনারগণ ও ডিসিএএফও, ইউএও হতে দৈনন্দিন বিভিন্ন সময়ে সুবিধা ও অসুবিধা এবং অভিযোগ সংক্রান্ত তথ্যাদি জানার জন্য ফোন করে থাকেন। এ কার্যালয় হতেও বিভিন্ন সময় ফোন করার প্রয়োজন হয়। এ লক্ষ্যে এ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের সাথে পেনশনারদের কথা বলার জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড (১৯টি) সেটসহ এবং ২টি শুধুমাত্র সীম) বিতরণ করা হলো (তালিকা সংযুক্ত)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশর সরকার
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়
পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট
হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
www.cafopfm.gov.bd
ই-মেইল: pfmcao@cga.gov.bd
হটলাইন: ০১৩১৬৪৬৪৬৬৫
নং: সিএএফও/পিএফএম/টেলিফোন বিল/৩৭/৪৩১(৪); তারিখ: ০৩/০১/২০২১
অফিস আদেশ
সিএএফও/পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে বিভিন্ন পেনশনারগণ ও ডিসিএএফও, ইউএও হতে দৈনন্দিন বিভিন্ন সময়ে সুবিধা ও অসুবিধা এবং অভিযোগ সংক্রান্ত তথ্যাদি জানার জন্য ফোন করে থাকেন। এ কার্যালয় হতেও বিভিন্ন সময় ফোন করার প্রয়োজন হয়। এ লক্ষ্যে এ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের সাথে পেনশনারদের কথা বলার জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড (১৯টি) সেটসহ এবং ২টি শুধুমাত্র সীম) বিতরণ করা হলো (তালিকা সংযুক্ত)।
অফিস চলাকালীন সময়ে আগত টেলিফোন কলসমূহ যথাযথভাবে Response করা সহ প্রাপ্ত সকল সীম সচল রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সংযুক্তি: তালিকা ০২ পৃষ্ঠা।
(মোহাম্মদ মমিনুল হক ভূইয়া)
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট
ফোন: ০২৪১০৩০২৮৯
পেনশন কার্যালয়ে যোগাযোগের জন্য সর্বমোট ২১ টি সীম কার্ড বিতরণ: ডাউনলোড
আমি মোহাম্মদ জাফর উল্লাহ তালুকদার বাংলাদেশ রেলওয়ে হিসাব বিভাগে চট্টগ্রামে কর্মরত অবস্থায় পেনশন গ্রহণ করি। আমার পেনশনের জন্য ইএফটি করা হয়েছে কিন্তু গত ডিসেম্বর 2020 হইতে অদ্যবধি আমার পেনশন ব্যাংকে জমা হয় নাই এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের হিসাবরক্ষণের অফিসে যাই হোক পেনশন তুলতে পারি নাই বিষয়টি দেখার জন্য এফএনপিও পূর্ব চট্টগ্রামকে অনুরোধ জানাচ্ছি।
আপনি আগে অনলাইনে চেক করুন। কেন পেনশন বন্ধ রয়েছে।
https://bdservicerules.info/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-pension-statement-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-active-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF/