গনকর্মচারী (অবসর)আইন, ১৯৭৪ এর ৪ নং ধারা অনুযায়ী ৫৭ বছর পূর্ণ হলে অবসর গ্রহণ বাধ্যতামূলক। পরবর্তীতে ৫৭ এর স্থলে ৫৯ বছর করা হয়েছে। মেয়াদান্তে পেনশন সুবিধা প্রাপ্ত হয়ে চাকুরী হতে চূড়ান্ত অবসর গ্রহণ করেন।
- পিআরএল মঞ্জুরী কপি।
- প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়ন পত্র।
বিগত তিন বৎসরের না দাবী পত্র(ক) টেলিফোন বিল (খ) বিদ্যুৎ বিল (গ) গাড়ী ভাড়া (ঘ) বাড়ি ভাড়া (ঙ) অন্যান্য- সরকারী বাসার না দাবী পত্র।
- সরকারী যানবাহন অধিদপ্তরের না দাবী (গাড়ীর প্রাধিকার প্রাপ্তদের)
- প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষনাপত্র।
- অডিট আপত্তি না দাবী
বিস্তারিত জানতে চেকলিষ্ট দেখুন পেনশন কেস রেডি করতে যেসব কাগজপত্র প্রয়োজন পড়ে: ডাউনলোড