সরকারি কর্মচারীদের ৩য় সন্তানের শিক্ষা সহায়ক ভাতা ২০২৫ । ক্রমানুসারে দ্বিতীয় সন্তানের ২৩ বছর পূর্তিতে ৩য় সন্তান কি পাবে?
প্রথম ও দ্বিতীয় সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হলে তৎপরবর্তী (তৃতীয় সন্তান ও ক্রমানুসারে) অনধিক ০২ (দুই) সন্তানের জন্য বয়স ২১ বছর পর্যন্ত সর্বোচ্চ ১০০০/- (এক হাজার) টাকা শিক্ষা সহায়ক ভাতা পেতে বাধা নেই বলে এ কার্যালয় মনে করে-সরকারি কর্মচারীদের ৩য় সন্তানের শিক্ষা সহায়ক ভাতা ২০২৫
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে নতুন একটি নির্দেশনা। এতদিন পর্যন্ত কেবল প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য শিক্ষা ভাতা পাওয়ার নিয়ম থাকলেও, এখন থেকে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে তৃতীয় সন্তানও এই সুবিধা পাবে। সরকারের একটি কার্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হলে এরপর থেকে (তৃতীয় সন্তান ও ক্রমানুসারে) অনধিক দুই সন্তানের জন্য ২১ বছর বয়স পর্যন্ত মাসিক সর্বোচ্চ ১,০০০/- (এক হাজার) টাকা শিক্ষা সহায়ক ভাতা পেতে আর কোনো বাধা থাকবে না। এই নতুন সিদ্ধান্ত ২০২৫ সাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
৩য় সন্তান শিক্ষা ভাতা কখন পাবে? বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের এক অনুচ্ছেদ অনুযায়ী, একজন সরকারি কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু নতুন এই নীতিমালার ফলে সেই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা বহু সন্তান রয়েছে এমন কর্মচারীদের জন্য সহায়ক হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, একজন কর্মচারী তখনই তৃতীয় বা পরবর্তী সন্তানের জন্য শিক্ষা ভাতা পাবেন, যখন তার প্রথম ও দ্বিতীয় সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হয়ে যাবে। এই ভাতার পরিমাণও মাসিক সর্বোচ্চ ১,০০০ টাকা। অর্থাৎ, প্রথম ও দ্বিতীয় সন্তানের শিক্ষা ভাতার মেয়াদ শেষ হয়ে গেলে, তৃতীয় এবং চতুর্থ সন্তান (যদি থাকে) এই সুবিধার আওতায় আসবে। তবে, এই ক্ষেত্রেও একটি সন্তানের জন্য সর্বোচ্চ ২১ বছর বয়স পর্যন্ত ভাতা প্রদান করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয়
১ম ১২ তলা সরকারী অফিস ভবন (৪র্থ তলা)
সেগুনবাগিচা, ঢাকা-১০০০
নং-সিজিডিএফ/এটি/সাম (আর্মি)/বিবিধ/২২২-৭ম(পার্ট)/২৮৭; তারিখ: ২২/০৩/২০১৮
সেনাসদর
এজি’র শাখা
বেতন, ভাতা এবং হিসাব পরিদপ্তর
ঢাকা, সেনানিবাস, ঢাকা।
বিষয়: প্রথম দুই সন্তান শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তি শেষে পরবর্তী সন্তান (৩য় সন্তান ও ক্রমানুসারে) শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তি প্রসঙ্গে।
সূত্র: সেনা সদর এজি’র শাখার পত্র নং ৩৭০০/সি/২/পিপিএন্ডএ-১, তারিখ: ২৭ নভেম্বর ২০১৭ খ্রি:
উপর্যুক্ত বিষয়ের সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃক প্রকাশিত তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ এর অনুচ্ছেদ ২০ অনুযায়ী অনধিক ০২ (দুই) সন্তানের জন্য (২১ বছর পর্যন্ত) মাসিক সর্বোচ্চ ১,০০০/- (এক হাজার) টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য। এ প্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হলে তৎপরবর্তী (তৃতীয় সন্তান ও ক্রমানুসারে) অনধিক ০২ (দুই) সন্তানের জন্য বয়স ২১ বছর পর্যন্ত সর্বোচ্চ ১০০০/- (এক হাজার) টাকা শিক্ষা সহায়ক ভাতা পেতে বাধা নেই বলে এ কার্যালয় মনে করে।
উল্লেখ্য যে, বিষয়টি যেহেতু তিন বাহিনীর সহিত সংশ্লিষ্টতা রয়েছে সেহেতু এএফডি-এর মাধ্যমে এ কার্যালয়ে মতামত চাওয়া সমীচীন ছিল। ভবিষ্যতে এ ধরনের তিন বাহিনীর সংশ্লিষ্ট বিষয়ে এএফডি-এর মাধ্যমে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(মো: শফিকুর রহমান)
ডেপুটি কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স
ফোন নং ৯৩৫৮৯০২
প্রথম দুই সন্তান শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তি শেষে পরবর্তী সন্তান (৩য় সন্তান ও ক্রমানুসারে) শিক্ষা সহায়ক ভাতা: ডাউনলোড

কর্মচারীদের মধ্যে স্বস্তি আসছে এতে?
হ্যাঁ। বহুদিন ধরেই সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন থেকে এই দাবি উঠে আসছিল। বিশেষ করে যারা পরিবার পরিকল্পনা কর্মসূচির আগে তিন বা তার বেশি সন্তানের জনক হয়েছেন, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। নতুন এই ব্যাখ্যা তাদের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। সংশ্লিষ্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি একটি দীর্ঘ আলোচনার ফল এবং এটি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে। তবে, এই ধরনের সিদ্ধান্ত যেহেতু তিন বাহিনীর জন্যও প্রযোজ্য, তাই ভবিষ্যতে এ বিষয়ক সকল কার্যক্রম যথাযথ চ্যানেলে, যেমন আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)-এর মাধ্যমে পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি তাদের কর্মস্পৃহা বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তৃতীয় সন্তানের শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির নতুন নিয়ম
পূর্বে সরকারি কর্মচারীরা শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পেতেন। কিন্তু, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় থেকে ২০১৮ সালের একটি নির্দেশনায় এই নিয়মের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা বহু সন্তানের বাবা-মায়েদের জন্য একটি সুসংবাদ।
মূল বিষয়সমূহ:
নতুন নিয়ম: যখন কোনো কর্মচারীর প্রথম ও দ্বিতীয় সন্তানের বয়স ২১ বছর পূর্ণ হয়ে যাবে এবং তারা আর ভাতা পাওয়ার যোগ্য থাকবে না, তখন সেই কর্মচারী তৃতীয় ও চতুর্থ সন্তান (যদি থাকে) সহ সর্বোচ্চ দুটি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা গ্রহণ করতে পারবেন।
ভাতার পরিমাণ: এই ক্ষেত্রেও প্রতি সন্তানের জন্য ৫০০ টাকা হারে সর্বোচ্চ ১০০০ টাকা মাসিক ভাতা পাওয়া যাবে।
কার্যকরীতা: এই নতুন নিয়মটি ২০১৫ সাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কারণ: এই নির্দেশনাটি দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের দাবির ফল, যা পরিবারের আর্থিক চাপ কমাতে এবং কর্মচারীদের মনোবল বাড়াতে সহায়তা করবে।
এই সিদ্ধান্তটি তিন বাহিনীর ক্ষেত্রেও প্রযোজ্য। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে সকল যোগাযোগ আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)-এর মাধ্যমে করার জন্য অনুরোধ করা হয়েছে।




সাভার ঢাকা
শিক্ষা সহায়ক ভাতা ঃ সন্তান যদি 4 জন থাকে ১ম ও ২য় সন্তান যদি সরকার অনুমোদিত গেজেট মোতাবেক ১০০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হন। এবং ১ম সন্তান ২৩ বছর পুর্ণ হলে আর ১ম সন্তান শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হবেন না । কিন্তু ২য় ও ৩য় সন্তানের জন্য তখন কি আমি শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হতে পারবো?? অমার অফিস বিসিআইসি বলছে আপনি পাবেন না । এর স্বপক্ষে কোন প্রমাণক কপি বা আমি কিভাবে েপেতে পারি একটু দয়াকরে জানাবেন।
অবশ্যই পাবেন। এই পোস্টে যে অর্ডার যুক্ত আছে সেটি দেখান।
আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমার বড় ছেলের শিক্ষা ভাতা শেষ হয় তারপর আমি তৃতীয় সন্তানে যার বয়স ৫+ শিক্ষা ভাতার জন্য আবেদন করি যা অফিস থেকে বাতিল করে দেয় এবং বলে ৩য় সন্তানের জন্য শিক্ষা ভাতা পাবো না। আমি এই ওয়েবসাইট এর কমেন্ট গুলো ও দেখিয়েছি তারপর তারা বলছেন শিক্ষা ভাতা পাবোনা। এখন আমার করণীয় কি?
এটি দেখাবেন https://bdservicerules.info/education-allowance-for-3rd-child/