সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

নিয়োগ দীর্ঘ সূত্রিতার কারণে প্রার্থীর বয়স প্রমার্জিত হবে।

বয়স প্রমার্জন ঢালাওভাবে সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে বয়স প্রমার্জনের বিধান রাখা হলে অর্থাৎ শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে অন্য কোন বিধির আওতায় বা প্রকল্পে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন বা এ জাতীয় সুযোগ প্রদানের উদ্দেশ্যে বিভাগীয় প্রধান এবং অন্যান্য নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর বয়স প্রমার্জন করতে ক্ষমতাবান। বর্তমানে চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা কেন্দ্রীয়ভাবে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং তা সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থার নিয়োগ বিধিতে সুনির্দিষ্টভাবে উল্লেখিত বিধায় বিভাগীয় প্রধান বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক বয়স সীমা প্রমার্জনের কোন বিধিগত সুযোগ নেই। [নং সম(বিধি-১) এস-১৫/২০০২-৪৩০ (৫০০) তারিখ: ০১-১২-২০০৪ খ্রি:]

নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারণে নিয়োগাদেশ জারির পর যোগদানের তারিখে যদি কোন প্রার্থীর বয়স নির্ধারিত বয়সের অতিরিক্ত হয়ে যায়, তবে ঐ অতিরিক্ত বয়স প্রমার্জিত বলে গন্য হবে। [No. ED/JV-34/74-20, Dated, Dhaka the 21st Dec, 1974]

 প্রশ্নোত্তর পর্ব

  • প্রশ্ন: সার্কুলার হওয়ার সময়ে ৩০ বছর থাকলে পরবর্তীতে নিয়োগের সময় বয়স বেশি হলে?
  • উত্তর: উক্ত বয়স প্রমার্জন যোগ্য।

  • প্রশ্ন: প্রকল্প চাকরিরতদের ক্ষেত্রে বয়স বেড়ে গেলে প্রমার্জন হবে?
  • উত্তর: হ্যাঁ, নিয়মিত করণের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ বয়স প্রমার্জনের ক্ষমতা রাখেন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *