বঙ্গবন্ধু শিক্ষা বীমা ২০২৪ বীমার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে। পিতা/মাতা/ আইনগত অভিভাবকের অবর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
বীমাকৃত ব্যক্তি: পিতা/মাতা/আইনগত অভিভাবক (যে কোন একজন বীমাকৃত হবেন)
বয়স: শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ৩ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর।
বীমাবৃতের বয়স: পিতা/মাতা/আইনগত অভিভাবকের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২৫ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর।
মেয়াদ: ন্যূনতম ১ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর।
প্রিমিয়াম হার: বার্ষিক প্রিমিয়াম ৮৫/- টাকা।
বৃত্তির পরিমাণ: মাসিক বৃত্তির পরিমাণ ৫০০/- টাকা।
শিক্ষা বীমা পরিকল্প এর সুবিধা সমূহ ২০২৪
ক. মৃত্যু (Death) জনিত সুবিধা: মৃত্যু হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।
খ. দূর্ঘটনা জনিত সম্পূর্ণ এবং স্থায়ী ক্ষতি জণিত সুবিধা:
১। উভয় চক্ষুর দৃষ্টিশক্তি নষ্ট হলে-মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।
২। কব্জির উপর থেকে উভয় হাত কাটা /খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।
৩। গোড়ালির উপর থেকে উভয় পা কাটা/খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।
৪। কব্জির উপর এক হাত এবং গোড়ালির উপর থেকে এক পা কাটা/খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।
৫। এক চক্ষু এবং কব্জির উপর থেকে এক হাত নষ্ট /কাটা/খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।
৬। এক চক্ষু এবং গোড়ালীর উপর থেকে এক পা নষ্ট /কাটা /খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।
বাস্তবায়নকারী প্রতিষ্ঠান: দুই বছর মেয়াদি পাইলটিং ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সহযোগিতায় জীবন বীমা কর্পোরেশন পরিকল্পটি বাস্তবায়ন করবে।
বীমাকৃত শিক্ষা প্রতিষ্ঠান: বাংলাদেশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।
পাইলটিং এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠান: প্রতিটি জেলা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ হতে মাধ্যমিক পর্যায়ে একটি বিদ্যালয়, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে একটি মাদ্রাসা ও একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যমান হিসাব অনুযায়ী মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ বীমার আওতায় আসবে।
শিক্ষা বিমার সুবিধা সমূহ:
- এ বীমার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে।
- পিতা/মাতা/ আইনগত অভিভাবকের অবর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
- বীমার প্রচার ও প্রসার বৃদ্ধি পাবে।
- জীবন বীমা খাতে ইন্সুরেন্স Penetration বৃদ্ধি পাবে।
- বীমার প্রতি জনগনের আস্তা বৃদ্ধি পাবে।
বঙ্গবন্ধু শিশু শিক্ষা বীমাটি বাস্তবায়ন হলে মাননীয় প্রধানমন্ত্রণীর ঘোষণা এদেশে একটি লোকও নিরক্ষর থাকে না। স্বপ্নটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বঙ্গবন্ধু শিক্ষা বীমা ২০২৪: ডাউনলোড