বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সীমিত হওয়ার কারণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সরকারি বিভিন্ন পন্থা বা উপায় অবলম্বন করছে। পূর্বেও ২০০৯ সালে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। বেসরকারি ব্যাংকগুলোতে পোষাক পরিধানেও শিথিলতা আনয়ন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক
প্রধান কার্যালয়
ডাকবাক্স নং-৩২৫
ঢাকা, বাংলাদেশ
ডিওএস সকুলার লেটার নং-১৮ তারিখ: ১২-১০-২০০১ খ্রি.
বিষয় : সকল বেসরকারী ব্যাংকে পরিধেয় পােষাক।
উপরােক্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অনুবিভাগ, প্রশাসন অধিশাখা-১ এ ০১-১০-২০০৯ তারিখের অম/অবি/ব্যাংকিং/প্রশাস-১/বিব্বি-১/২০০৮-৪২৪ নম্বর পত্রের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস/প্রতিষ্ঠানের অনুরূপ সকল বেসরকারি ব্যাংকে কর্মরত পুরুষ কর্মকর্তা/ কর্মচারীগণকে অনুষ্ঠানিক বাধ্যবাধকতা বাতিত মার্চ হতে নভেম্বর মাস পর্যন্ত স্যুট, টাই পরিধান না করে অফিসে প্যান্ট, শার্ট (অর্ধ/পুরাহাতা) পরিধান কার জন্য অনুরােধ করা হলাে।
আপনাদের বিশ্বস্ত,
( এস,কে, সুর চৌধুরী )
মহাব্যবস্থাপক
ফোন: ৭১২০৩৭৬
বিদ্যুৎ সাশ্রয়ে বেসরকারী ব্যাংকে পরিধেয় পােষাক নির্দেশনা: ডাউনলোড