বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫ এর বি নিম্নরূপ বিধান বিদ্যমান। বিসিএস ক্যাডারগণ পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হলেই সিনিয়র সহকারী সচিব পদ বা সমপদে ৬ষ্ঠ গ্রেডে বেতন পাইবেন। Bangladesh Civil Service Rules 1981, Rules 5 (b) [no person shall be promoted to the New National Scale of Taka 1400-2225 unless he has passed an examination conducted by the Commission and found fit by the Special Promotion Committee;]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সচিবালয় অধিশাখা

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.১৩৭.০০.০৩৯.২১.১৯৬; তারিখ: ২৯ মে ২০২১

প্রজ্ঞাপন

বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: ৩৫৫০০-৬৭০১০ পদোন্নতি  প্রদান করা হলো:

১৭৮ জনের লিষ্ট সংযুক্ত করা হয়েছে।

০২। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগনের মধ্যে যারা সিনিয়র স্কেলভূক্ত পদে কর্মরত আছেন, তারা স্ব স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন এবং নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখির করবেন। পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা সিনিয়র স্কেলভূক্ত পদে নেই, তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন (Email: iapp@mopa.gov.bd) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

কে. এম. আল-আমীন)

উপসচিব

ফোন: ৯৫৭৪৫৫৯

বিসিএস ক্যাডারদেরকে সিনিয়র স্কেল পদে পদোন্নতি : ডাউনলোড

পদ থাক বা না থাক পরীক্ষায় উত্তীর্ণ হলেই ৯ ম গ্রেড থেকে একেবারে ৬ষ্ঠ গ্রেডে উন্নীত

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *