ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলায় বাড়ী ভাড়া ও ভ্রমণ ভাতার হার বৃদ্ধি করা হয়েছে। সরকার গাজীপুর জেলাকে বিশেষ ক্যাটাগরীর জেলায় উন্নীত করায় ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলার শহর এলাকার জন্য বাড়ী ভাড়ার হার অন্যান্য স্থানের চেয়ে ৫% অধিক এবং দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩৩% অধিক নির্ধারণ করা হয়েছে।
- যদিও এখন সিটিকর্পোরেশনের হার প্রযোজ্য
- দৈনিক ভাতা সাধারণ হারে চেয়ে ৩৩% বেশি প্রয়োজ্য হবে।
ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলায় বাড়ীভাড়া ৫% ও ভ্রমণ ভাতা ৩৩% বেশি বিস্তারিত জানতে অফিস স্মারক দেখুন: ডাউনলোড