ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা অধিকাল ভাতা পাবেন ডেসপাস রাইডার।

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কার্যারলয়, ঢাকা, চট্টগ্রাম এবং ৬টি বিভাগীয় জেলা শহরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে কর্মরত ডেসপাস রাইডারগণ অধিকাল ভাতা প্রাপ্য হইবেন। ডেসপাস রাইডার বলতে বোঝায় যারা পোস্ট অফিস বা বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে চিঠিপত্র বিলি করে বা কোন সংক্রান্ত বা তথ্য পৌছে দেয়।

  • ঘন্টাপ্রতি বেতনের সমান হারে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন সহ মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা হিসাবে অধিকাল ভাতা প্রদান করা যাবে।
  • প্রতি ঘন্টা অতিরিক্ত খাটুনি প্রকৃত সময়ের উপর ভিত্তি করে হিসেব করতে হবে।

মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা অধিকাল ভাতা পাবেন ডেসপাস রাইডার।

মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা অধিকাল ভাতা পাবেন ডেসপাস রাইডার : ডাউনলোড

আরও দেখুন:

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “মাসিক সর্বোচ্চ ৯০ ঘন্টা অধিকাল ভাতা পাবেন ডেসপাস রাইডার।

  • Md. Shimul Ahmmed

    গাড়িচালক শায়িতবসাশিত প্রতিষ্ঠানের জন্যে কি আলাদা অধিকাল ভাতার আইন রয়েছে?

  • না। আলাদা কোন আইন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *