শিক্ষা ভাতা । পোষাক । রেশন

কারা অধিদপ্তরের রেশন সুবিধা ২০২৫ । জেলখানার কর্মকর্তা ও কর্মচারীদের কি পরিমাণ রেশন সুবিধা দেয়া হয়?

সরকারের কারা অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সিভিল কর্মচারীর মৌলিক রেশন সুবিধা প্রবর্তন এবং কারারক্ষীদের পারিবারিক মৌলিক রেশন ৬০% হতে ১০০% বৃদ্ধিতে নিম্নবর্ণিত প্রাধিকার, রেশন আইটেম ও স্কেল এবং পরিবার প্রতি প্রাপ্যতার বিষয়ে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হয়েছে-কারা অধিদপ্তরের রেশন সুবিধা ২০২৫

জেল বন্ধীদের রেশন খাদ্য? হ্যাঁ। কারা অধিদপ্তর বন্দি ও কর্মকর্তাদের জন্য রেশন সামগ্রী প্রদান করে। কারাগারে রেশন সামগ্রী কারা বাজেট থেকে দরপত্রের মাধ্যমে কেনা হয়। রেশন সামগ্রীর মধ্যে সকালের নাস্তায় গুড় ও রুটি এবং দুপুর ও রাতের খাবারে ভাতের সাথে মাংস বা মাছ, সবজি বা ডাল। অপেক্ষাকৃত মর্যাদা সম্পন্ন অর্থাৎ ১ম ও ২য় শ্রেণির বন্দীরা সাধারণ শ্রেণির বন্দী হতে মানসম্পন্ন খাবার পেয়ে থাকে।

কারাগারে রেশন সামগ্রী কীভাবে কেনা হয়? হ্যাঁ। প্রতি অর্থ বছরে কারাগারসমূহের জন্য কারা বাজেট হতে দরপত্রের মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় করা হয়।  এসব পণ্য ও সেবার মধ্যে রয়েছে- বন্দি ও স্টাফদের জন্য রেশন সামগ্রী। কারা অধিদপ্তরের কাজ হচ্ছে বাংলাদেশের কারাগার নিরাপত্তা ও পরিচালনা এবং বন্দিদের হেফাজত, তত্ত্বাবধান, নিরাপত্তা এবং নিয়ন্ত্রণে রাখা। বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা।

কারা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মৌলিক রেশন সুবিধা ২০২৫ । পারিবারিক মৌলিক রেশন সুবিধাও কার্যকর রয়েছে

৪ সদস্য মাসিক স্কেল কেজি/লিটার
  • চাল-৩৫ কেজি
  • গম/আটা-৩০ কেজি
  • ভোজ্য তৈল ৮ লিটার
  • চিনি-৫ কেজি
  • ডাল-৮ কেজি

প্রত্যেক পরিবারের রেশন প্রাপ্ত সদস্য সংখ্যা কর্মকর্তা/কর্মচারীসহ ৪ জনের অধিক হবে না।

কারা অধিদপ্তরের ১ম-৪র্থ শ্রেণীর কর্মকর্তা/কর্মচারী ৮৬ কেজি রেশন সুবিধার আওতায় বিস্তারিত আদেশ দেখুন: ডাউনলোড

কারা অধিদপ্তরের কর্মকর্তা কি মাসিক রেশন পায়?

হ্যাঁ, কারা অধিদপ্তরের কর্মকর্তাদের মৌলিক রেশন সুবিধা রয়েছে। কারা অধিদপ্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের মৌলিক রেশন সুবিধা রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সিভিল সার্ভিস কর্মচারীদেরও মৌলিক রেশন সুবিধা রয়েছে। কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এই অধিদপ্তর দেশের ৬৮টি কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের নিয়ন্ত্রণ করে। কারা অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব: বন্দীদের হেফাজত করা, বন্দীদের তত্ত্বাবধান করা, বন্দীদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ করা, সংশোধনমূলক আইন প্রয়োগ করা হয়।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *